নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঘের গর্জন

জেনিস মাইকেল সিকদার

দেশ কে ভালোবাসা কি অপরাধ?

জেনিস মাইকেল সিকদার › বিস্তারিত পোস্টঃ

ধর্ষন ও এর প্রতিকার!

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৭

ধরুন, কারো Sex উঠছে। মানে He wants to have cohabitation badly. এই অবস্থায় সে এক শিশুকে পেলো। আশেপাশে কেউ নাই, এমনকি তার ভিতরে পশু ছাড়া আর কিছু নাই। যেহেতু আশেপাশে কেউ নাই এবং তার পশুবৃত্তি জেগেছে সে রেপ করবেই। আল্লাহ, নবী, ভগবান কাউকে সে মানবেনা। শুধু আল্লাহ, নবী, ভগবানের ভয়ে খারাপ কাজ না করার যোগ্যতা অর্জন করতে একজীবন সাধনা করতে হয়। একটা ভালো পরিবারে জন্ম নিতে হয়। মানবিক হতে হয়। টুপি, পুতি পরেছে অথবা বড় বড় সমাজ সেবা করেছে বলেই কাউকে সেই যোগ্যতা অর্জনকারী ভাববেন না। সারা বছর নামাজ পড়ে, পুঁজা করে, সমাজসেবা করে কাজের মেয়েকে প্রেগন্যান্ট করেছে এমন ইতিহাস হাজারো আছে।

কোনো লোকের Sex উঠলে তার মাথা সিগন্যাল দেয় "Penetrate your penis into a hole. Ejaculate your semen, no matter how old, young or ungly the hole is, how innocent the hole is, how sinnest the hole is. Be perverted, be the beast." এই সিগন্যালকে রুখবেন কিভাবে যখন সেখানে কেউ নেই? এই সিগন্যালকে রুখতে ব্রেনে একটা এন্টি সিগন্যাল সৃষ্টি করতে হবে - জাতীয় ভাবে প্রতিটি ব্রেনে এই সিগন্যাল সৃষ্টি করতে হবে।

সিগন্যাল হলো- প্রকাশ্যে মৃত্যুদণ্ড। অথবা এমন শাস্তি যার কথা ভাবলেও মনে ভয় চলে আসে। গা শিহরিত হয়।

দেশের প্রচলিত আইনে যদি জনসম্মুখে ধর্ষককে ফাঁসি দেওয়া হয় তাহলে এমনকি পশুরও যদি সেক্স ওঠে তাহলে তার ব্রেন তাকে সিগন্যাল দিবে। এমনভাবে ধর্ষনের শাস্তি প্রচার করতে হবে যে দেশের প্রতিটি মানুষ তা জানবে।

বাংলাদেশের মানুষ পুলিশ দেখে ভয় পায়না কিন্তু RAB দেখে ভয় পায় কেন, আরমি দেখে ভয় পায় কেন? RAB দেখলে ব্রেন 'ক্রসফায়ারের' সিগন্যাল দেয়, মানুষ ভয় পায়।

আমি মন্ত্রীদের সম্পর্কে, বিরোধীদলের লোকদের সম্পর্কে, আমার চেনা খারাপ কিছু মানুষের সম্পর্কে, ক্ষমতাশালীদের সম্পর্কে হাজারো লেখা লিখে আবার মুছে দেই- কারন আমার ব্রেন আমাকে সিগন্যাল দেয় এদের সম্পর্কে লিখলে আমার চাকরি চলে যেতে পারে। আমি সাপ ধরিনা - কারন আমার ব্রেন সিগন্যাল দেয় সাপ কামড় দিলে মারা যাবো।

প্রধানমন্ত্রীর গাড়িতে আগামী ১০০ বছরে কেউ হামলা করবে না যদি সে খবরটা জানে যে তাকে হামলার দায়ে ফাঁসিতে ঝুলতে হয়। যারা রাজনীতি বুঝেন তারা খুব ভালো করে জানেন খুব সচেতনভাবে রাষ্ট্র মানুষের মনে সিগন্যাল তৈরি করে দিয়েছেন। কোটা সংস্কারের সময় ছাত্রদের হাতুড়ি দিয়ে পিটিয়ে ব্রেনে সিগন্যাল দেওয়া হয়েছে - আন্দোলন মানেই হাতুড়ি পেটা।

বস্তুত কাউকে শাসন করতে হলে ভালোবাসা দিয়ে কাজ না হলে ভয়ের সিগন্যাল তৈরি করতে হয়। এটা অন্যায় না। আপনি দেশের শ্রেষ্ট মানুষ, দেশের মাথাকে হামলা করবেন তা তো হতে পারেনা।

ধর্ষন রুখতে একটা সিগন্যাল তৈরি করতে হবে ব্রেনে। আমি বুঝিনা একটা গণতান্ত্রিক দেশের ৯০% লোক যে আইন চায় সেই আইন কেন বাস্তবায়িত হয়না।

ঐ যে ব্রেন সিগন্যাল তৈরি করেছে এদেশে বিচার নাই - বুঝলে মামু?

সব সিগন্যাল। রিক্সওয়ালারা অবশ্য এটার উচ্চারন করে "সিঙ্গেল"। মামা সিঙ্গেল দেন তো, সিঙ্গেল দেন।(তারেক রহমান মাসুম)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০৫

জেনিস মাইকেল সিকদার বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার এ লেখাটি পাঠে বা ছবিটি দেখে যদি কারো
মাথায় সিগন্যাল দেয় তার দ্বায়ভার আপনাকে বহন করতে হবে কিন্তু!!
একসময় এসিড সন্তাস মাথাচাড়া দিয়ে উঠেছিলো। যখন দু/একটার
ফাঁসি হলো এসিড সন্ত্রাস কমে গেছে।
তাই ভয়ের সিগন্যাল তৈরি করার বিকল্প নাই।
তাই ধর্ষণ রুখতে মস্তিস্কে একটা সিগনাল তৈরি করতেই হবে ।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০৬

জেনিস মাইকেল সিকদার বলেছেন: আমার দেশ আর আমদের নেই

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: মৃত্যু দন্ড দিলেই যে মানুষ মন্দ কাজ থেকে বিরত থাকবে তা মনে হয় না।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০৬

জেনিস মাইকেল সিকদার বলেছেন: এটা ছাড়া কোনো ভালো উপায় নেই ভাইয়া

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৮

মেহরাব হাসান খান বলেছেন: ইসলামিক দেশগুলোয় প্রায়ই প্রকাশ্যে শাস্তি দেয়া হয়, কই? অপরাধ কমছে কই?
সমস্যাটা অন্যখানে।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০৮

জেনিস মাইকেল সিকদার বলেছেন: আমদের সমাধান আমদের মাঝেই, আমরাই পারি আমাদের টিক করতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.