![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদিক খান পশ্চিম লন্ডন এর প্রথম মুসলিম মেয়র । উনি পাকিস্তানি , জন্ম ১৯৭০ । একজন আইনবিদ । মজার বিষয় হচ্ছে উনি যখন হোমো সেক্সুয়ালদের বিয়ের বিষয় টি তে একমত হয়েছিলেন তখন তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং উনি আর মুসলমান না বলে ঘোষণা করা হয়েছিল লন্ডন এর এক পাকিস্তান মসজিদ থেকে । অথচ সারা পৃথিবীর সমস্ত মিডিয়া এক বাক্যে বলছে ইতিহাসে এই প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন পশ্চিম লন্ডন থেকে । আরো মজার বিষয় হল পৃথিবীর যত শিশুর জন্ম হয় তখন সে মুসলিম হয়ে ই জন্মায় এবং তার ধর্ম ঠিক করে তার বাবা মা । আমার ক্ষেত্রে ও তাই হয়েছিল । তাহলে বিষয় টা কি এমন দাঁড়াল সৌভাগ্য তাহাদের যাহারা মুসলিম পরিবারে জন্মেছে আর দুর্ভাগ্য তাহাদের যাহারা আমুস্লিম পরিবারে জন্মেছে ? কি ভাবছেন আপনি ? আমার এক অমুসলিম ফ্রান্স বন্ধু ,সে জানে মোহাম্মদ (স) শেষ নবী এবং আল্লাহ এক । আমি জানতে চাইলাম তুমি যা বলছ তা কি তুমি বিশ্বাস কর ? সে বলল ইয়েস। এই আধুনিক বিশ্বে এমন অনেক অমুসলিম আছে যারা এই সত্য টা জানে ও মানে । তাহলে তারা ও তো মুসলিম , আমাদের মত নামধারী মুসলিম না । মিথ্যার বেড়াজালে আমরা ফেঁসে গেছি আর মুসলিম হয়ে মুসলিম নাম টাকে অপবিত্র করে চলেছি । শুধু হালাল_হারাম করি কিন্তু বিভিন্ন মুসলিম দেশে হালাল তো দুরের কথা যত অখাদ্য_কুখাদ্য কে হালাল বলে খাওয়াচ্ছে।
আমরা মুসলিম রা আধুনিকতাকে ভয় পাই , আধুনিক সভ্যতাকে ভয় পাই এবং আধুনিক হতে চাই না । ভাই হারাম খাবেন না কেমনে ? যেই সাবান দিয়া গোসল করেন সেটা শুয়ুর এর চর্বি থেকে বানানো ,সকালে যে টুথপেস্ট ব্যাবহার করেন তাও শুয়ুর এর চর্বি থেকে বানানো । আপনার অপারেশিনে যে সুতো ব্যাবহার করা হয় তাও শুয়ুর এর চর্বি থেকে বানানো । আরো অসংখ্য বস্তু রহিয়াছে যা শুয়ুর এর চর্বি থেকে বানানো । কোথায় যাবেন আপনি ? আধুনিক হবেন না , সংস্কৃতি চর্চা করবেন না , বিজ্ঞান কে বলবেন বস্তুবাদী _দুনিয়াবি । হারাম খাওয়া ছাড়া একদিন ও আপনি চলতে পারবেন না । কেমনে বেহেস্তে যাবেন ??????? চলবে .।.।.।.।।
২| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ২:৩৭
৩| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ২:৩৮
মহা সমন্বয় বলেছেন: আপনাকে ব্লগে স্বাগতম।
৪| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১:৪০
MD.NUR A ALAM JANNAT বলেছেন: We have to work together... Unity is power.... In muslim world there is no unity...
৫| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ২:০৯
আহসানের ব্লগ বলেছেন: টুথ পেস্টে চর্বি
৬| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫৭
MD.NUR A ALAM JANNAT বলেছেন: Glycerin is found in animal and vegetable fats, which have a chemical composition containing from 7% to 13% glycerine. When separated from it, it's used in a wide variety of products, including toothpaste.
As I mentioned with other ingredients, when you read 'glycerin' on shampoo and conditioner, it can be either animal or plant based, which is a pain.
But many products from commercial brands like Colgate claim to be animal-free and suited for vegetarians (though the vegetarian product guide is not currently functional on their website).
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৬
হেৃদওয়ানুল জান্নাহ বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
যারা অন্ধ তাদের আবার ধর্ম কিসের? ওরা শুধু রামছাগলের মত ত্যাড়ামি করে আর ফতোয়া দেয়।