নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশপ্রেম ও মানবপ্রেম

MD.NUR A ALAM JANNAT

একজন সমাজ ও মানবাধিকার কর্মী, লেখক ও গবেষক ,ব্লগার ।

MD.NUR A ALAM JANNAT › বিস্তারিত পোস্টঃ

মুসলমানদের জন্য দুঃসংবাদ ??????

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:৪১

মুসলিমদের জন্য দুঃসংবাদ ??????
মুসলিম হত্যা করে আমেরিকার রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ইতিহাসে নিজের নাম কে প্রতিষ্ঠা করতে চান এমনটাই ধারনা করা হচ্ছে ।
বিস্তারিত বলার পুর্বে একটু ইতিহাস জেনে নেই ------------
১৯১৮-১৯৪৫ঃ
ক্ষমতা ও তেলের জন্য মধ্যপ্রাচ্চ্যকে ভেঙ্গে ফেলার পরিকল্পনা গ্রহণ করা হয় ।
১৯৪৪ সালে ব্রেটেন এবং আমেরিকা মধ্যপ্রাচ্যকে ভাগ করে নিল যে কে কোন এলাকার তেল নিবে ।
১৯৪৭ সালে ব্রিটেন এবং আমেরিকা ইহুদের পরিকল্পিত ভাবে পেলেস্টানে বসবাসের সুযুক করে দিল ।
১৯৪৮ -১৯৫২ সাল পর্যন্ত তারা বিলিয়ন বিলিয়ন ডলার উপার্জন করল তেলে বিক্রি করে ।
১৯৫২ সকলে তুরুস্ক কে ইউরিপিয়ান ইউনিউন এ অন্তরভুক্তির নামে নিল নক্সা করে করে নেটো বাহিনির নামে আমেরিকান বাহিনি মধ্যপ্রাচ্চে ডুকে বিভিন্ন দেশের রাস্ট্রপ্রধান দের সাথে চুক্তি করে তাদের মনোনীত ব্যক্তিদের খমতায়ন করে তেলে লুটপাট শুরু করে । যেমন ইরানের শাহ মহাম্মদ রেজা ২৫ বছর ক্ষমতায় থেকে বিরুধী দলের লোকজনের উপর হত্তা,নির্যাতন,ফাসি,জেল –জলুম করেছে । এতে এক দিকে আমেরিকা মুসলিম দিয়া মুসলিম নিধন করেছে আন্যদিকে তেল লুটপাট করেছে ।
১৯৫৬ সালে আমিরিকা,ইস্রাইল ও ফ্রান্স আক্রমন করে মিশরকে । এভাবে তারা একে একে জর্ডান, সিরিয়া , লেবানন , ইরাক , সউদিয়া আরব সহ সমস্ত মধ্যপ্রাচ্য এর দখল নিএ তেল লুটপাট চালিয়ে যায় ।
সর্বশেষ প্রেসিডেন্ট ক্লিন্টন,বুশ, ওবামা কেউ আক্রমন করলেন আফগানিস্তান , কেউ ইরাক কেউ সিরিয়া , অবামা বানালেন আইএসাই , দাএশ ইত্যাদি শুধুমাত্র তেল লুটপাট করার জন্য নয় বরং মুসলিমদের চিরতরে দুর্বল করার জন্য ।

আপনারা জানেন আজ সারা বিশ্বে মুসলিম রা নির্যাচিত, অবহেলিত ও নির্মম ভাবে নিস্পিশিত ।
মুসলমানদের জন্য বড় একটি দুঃসংবাদ হল আমেরিকার ইতিহাসে এখন পর্যন্ত যত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে এই ডোনাল্ড ট্রাম্প হল সবচেয়ে খারাপ ও ভয়ঙ্কর । ইসরাইল কে মধ্যপ্রাচ্চে পরাশক্তি বানাতে ও মুসলিমদের চিরতরে দুর্বল করতে তাকে খমাতায় আনা হচ্ছে ।
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য কতটুক খারাপ ও ভয়ঙ্কর হতে পারে তার একটা ধারনা করা যাক ।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলে মন্তব্য করেছেন। আর হিলারি ক্লিনটন তাকে মানসিক ভাবে বিকার গ্রস্ত বলে মন্তব্য করেছেন । কিন্তু ট্রাম্প ও হিলারি ক্লিনটনকে দা ডেভিল বা শয়তান বলে উল্লেখ করেছেন।
তার আগে যুদ্ধের ময়দানে নিহত এক মার্কিন মুসলিম সৈনিকের মাকে নিয়ে কটূক্তি করে সমালোচিত হয়েছেন। এসব মন্তব্যের প্রেক্ষিতে বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তার সবচাইতে কড়া নিন্দা জানিয়েছেন।

এক বক্তব্যে বারাক ওবামা বলেছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার একেবারেই অযোগ্য।
তিনি বলেছেন, “আমি গত সপ্তাহেই একবার একথা বলেছিলাম এবং তিনি বারবার আমার কথা সঠিক প্রমাণ করছেন”

নির্বাচনী লড়াইয়ে একে অপরকে আক্রমণ করা মার্কিন রাজনীতিতে নতুন কিছু নয় ।
এসব বিতর্কিত মন্তব্য করে মি ট্রাম্প রিপাবলিকান ভোটারদের বাহবা পেলেও তার সাম্প্রতিক মন্তব্যে স্বয়ং তার নিজের দল রিপাবলিকান পার্টিরই অনেক নেতা এখন তার সমালোচনা করছেন।


বারাক ওবামা বলছেন, “এখন তাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত, বার বার যদি শক্ত ভাষায় বলতেই হয় যে, সে যা বলছে তা অগ্রহণযোগ্য তাহলে কেন তারা এখনো প্রার্থী হিসেবে তাকে সমর্থন দিচ্ছেন”
পুরো রিপাবলিকান পার্টিরই মান নিয়ে প্রশ্ন তুলেছেন ওবামা।

নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদি কোন ভাবে ট্রাম্প নির্বাচিত হয়ে যায় তাহলে কি হবে একভার ভাবুন । সাধারন আইএসাই যেভাবে মুসলিমদের সারা পৃথিবীতে বিতর্কিত করে তুলেছে বিশেষ করে যারা ইওউরপে থাকেন তারা বুজতে পারছেন নিশ্চয় । ট্রাম্প নির্বাচিত হলে নুতন কি নাটক অপেক্ষা করছে মুসলিমদের জন্য ??????

এখনপর্যন্ত বিশ্বের একক পরাশক্তি হিসাবে আমেরিকার নির্বাচন শুধু আমেরিকার নির্বাচন নয় এটা গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য সারা বিশ্বের মনোযুগের বিষয় । বিশেষ করে মুসলমানদের জন্য ।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:৫১

চাঁদগাজী বলেছেন:




দোয়া করেন, ট্রাম্পের উপর হিলারী যেন ওভার-ট্রাম্প করতে পারে

০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৭

MD.NUR A ALAM JANNAT বলেছেন: চাঁদগাজী ভাই দোয়া তো আবশ্য করি কিন্তু আমেরিকান মুসলিমদের সতর্ক থাকতে হবে যেন সঠিক প্রার্থি কে ভোট দেয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.