![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সভ্যতা !!!!!!
কি দিয়েছিস এই মানবতাকে
রাতের আঁধারে পর্ণোগ্রাফি
কি সুন্দর !
এ সমাজের প্রতচ্ছবি ।
বুকে লালন করছি
গাজাখোর - নেশাখোর
সভ্যতা - তোর কাঠগরায়
মুচকি হাসে আজ যারা চোর ।
আশান্তির দাবানলে
আগুন লেগে যাবে তোর লাল ঠোটে
ক্ষুধার আর্তনাদে সভ্যতা খুজেছিস
তুই জাংকি আর ফাস্ট ফুডে ।
নষ্ট হয়ে গেছি আমি
গরিব-দুখির হাসি কেড়ে নিয়ে
তুই হয়েছিস দামি ,
শকুনের দল
বারবিকিউ করে -আমার কলিজা
ঠুকরে ঠুকরে খা ।
বেহুদা হৈ-চৈ !! সভ্যতা
ফিরিয়ে দে আমার সোনালি শৈশব
ফিরিয়ে দে - সভ্যতা
ফসলের বুকে লাগিয়েছিস তুই ভিটামিন
কোথাও নেই কোথাও নেই
কান্নার জলে টাইটানিক ভাসিয়ে
রক্তে ভেজা মানবতা আজ অমলিন
কোথাও নেই ভিটামিন ।।
সভ্যতা - কোথায় তোর মহাকাব্য
কোথায় তোর সবুজ পৃথিবী
এই নষ্ট সমাজ , দুনিয়াতে আগুন ধরে যাবে
আমি কবিতা শোনাব না
সেই আগুন নিভে যাবে ।
সভ্যতা - তোর কালো ধোয়ায়
আজ আমি ভস্মিত।
ফেছবুকে নেই ,টুইটারে নেই ,ইউটুবে নেই
কোথাও নেই কোথাও নেই
আছে আমার হ্রদয়ে
শকুনের দল
ঠুকরে ঠুকরে খা
এ হ্রদয় ।।
যা আছে বাকি হ্রদয় নিংরানো
ভালোবাসা
ছিনিয়ে নে তুই
চিবিয়ে মিস্তিস্কের রস
সভ্যতা নয়
তুই ডাইনি - তুই রাক্ষস।।
১০ ই আগস্ট, ২০১৬ রাত ২:১৬
MD.NUR A ALAM JANNAT বলেছেন: আপনাকে ও ধন্যবাদ !!!!!!
২| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।
১০ ই আগস্ট, ২০১৬ রাত ২:১৭
MD.NUR A ALAM JANNAT বলেছেন: ধন্যবাদ
৩| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
কানিজ রিনা বলেছেন: খুব ভাল হয়েছে, ধন্যবাদ