নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জারীর

আমি মানুষ। আমি মুসলিম। আমি বাংলাদেশী। আমি বাঙালী।

জারীর

চেস্টা করি লিখতে। মনে যখন যা আসে তাই নিয়ে। বানান অনেক ভুল করি। তবুও লিখতে থাকি। "বক্তে বক্তে বক্তা, না বক্তে না বক্তে তক্তা" তাই চালিয়ে যাই লিখা।

জারীর › বিস্তারিত পোস্টঃ

আমি এবং আমার মোবাইল..।

১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ১২:৫৬

আসসালামু আলাইকুম ।



আমার সাথে মোবাইল এর সম্পর্ক এ বছরের ২য় মাস থেকে । আমি বাসায় না বলে বিভিন্ন জায়গায় যাই দেখে আব্বু কিনে দিলেন, যাতে খোঁগ-খবর রাখতে পারেন আমি কোথায় ।



ক্লাশ এইট এ থাকতে বড় ভাইয়া বলেছিল যে আমি নাইন এ উঠলে ভাইয়া আমাকে একটা সেট দিবেন । আমি তখন বলেছিলাম, সেট দিয়ে আমি কি করব ? আমার সাথে তো কারো সাথে তেমন কথা বার্তাই হয় না । সারা দিন হোস্টেলে থাকি আর যখন দরকার হয়, তখন হোস্টেলের ফোন দিয়েই কল করা যায় । সুতরাং ঝামেলা বারিয়ে লাভ কি !



তো যাই হোক । ফেব্রুয়ারির একদিন আব্বু ইস্টার্ন প্লাজায় গিয়ে কিনে দিলেন নোকিয়া ১৬০০ । এই সেট দিয়েই সুরু মোবাইল এর সাথে আমার সম্পর্ক । কিছু দিন যেতেই বুযলাম যে এখন থেলে মোবাইল ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না ! কিছু দিন সব ঠিক-ঠাক মতোই চলছিল, কিনতু একদিন বাঁধ সাধলো ছিনতাইকারী ! আমাকে বলে মোবাইলটা নিয়ে গেল ! আমি পরলাম মহা ঝামেলায়, এখন বাসায় জানলে তো আম্মু শুধু শুধুই কেঁদে-কেটে অবস্হা খারাপ করে ফেলবে, এমনিতেই আম্মু অসুস্হ । আবার ছাড়াও চলা দায় । এখন কি করা যায় ?



হোসটেলে গিয়ে স্যার কে বললাম । স্যার বললেন যে তোমার আব্বু কে ফোন করে বল যে পকেট থেকে মোবাইল নিয়ে গেছে । আমি তাই করলাম । আব্বু কে কল করলাম ।



আমি : আব্বু তুমি কি এখন ব্যস্ত ?

আব্বু : না ।

আমি : তুমি কোথায় ?

আব্বু : গাড়িতে ।

আমি : মেজাজটা কি গরম ?

আব্বু : না, কেন, কি হয়েছে ?

আমি : একটা কথা বলবো । রাগ করবা না তো ?

আব্বু : না, বল ।

আমি : মোবাইলটা পকেট থেকে নিয়ে গেছে ।

আব্বু : কোথা থেকে ?

আমি : রাস্তা থেকে ।

আববু : তাহলে আর কি করা আরেক টা কিনে দিতে হবে ।



তারপর কিছু দিন আগে কিনলাম সনি এরিকসন W200i । একদিন রাতে বারান্দায় বসে আছি । কারেন্ট নেই । গরম । ঘেমে অস্হির । বুক পকেটে মোবাইলটা ছিল । ভাবলাম বসে বসে নাজিলের লাইট গানটা শুনি । পকেট থেকে মোবাইলটা হাতে নেয়ার সাথে সাথে মোবাইলটা ছিটকে ৬ তলার বারান্দা থেকে বাহির হয়ে গেল ! .... (বাকিটা পরের কিস্তিতে ইনশা আল্লাহ, কোচিংয়ে যেতে হবে এখন ।)

মন্তব্য ৮ টি রেটিং +৪/-২

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:১০

শুিচ বলেছেন: যারা েমাবা

২| ১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:১৩

শুিচ বলেছেন: [ইংলিশ] গড়নরষব লধৎধ পযঁৎর শধৎব ঃধৎধ াধষড় হধ. অসধৎড় সড়নরষব পযঁৎর যধবপব ংবর মযধঃড়হধঃধ ঢ়ধৎব নড়ষনড়.

৩| ১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:০৭

হাসান তারিক বলেছেন: যা বাবা ! তাইলে এখন কি হবে?
লাগাও আবার বাবাকে ফোন !

৪| ১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:১৪

অশ্রু বলেছেন: ৫ দিলাম

৫| ১৮ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:০৮

মামু বলেছেন: চিচিং ফাক....

৬| ১৮ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:১৪

জারীর বলেছেন: কাহিণী এখনও বাকি @ হাসান তারিক

বুঝলাম না @ মামু

৭| ১৯ শে আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:৪৫

পাশা বলেছেন: ভাল লেখছ।

৮| ১৯ শে আগস্ট, ২০০৭ রাত ৮:২৯

জারীর বলেছেন: ধন্যবাদ @ পাশা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.