| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেস্টা করি লিখতে। মনে যখন যা আসে তাই নিয়ে। বানান অনেক ভুল করি। তবুও লিখতে থাকি। "বক্তে বক্তে বক্তা, না বক্তে না বক্তে তক্তা" তাই চালিয়ে যাই লিখা।
আসসালামু আলাইকুম ।
আমার সাথে মোবাইল এর সম্পর্ক এ বছরের ২য় মাস থেকে । আমি বাসায় না বলে বিভিন্ন জায়গায় যাই দেখে আব্বু কিনে দিলেন, যাতে খোঁগ-খবর রাখতে পারেন আমি কোথায় ।
ক্লাশ এইট এ থাকতে বড় ভাইয়া বলেছিল যে আমি নাইন এ উঠলে ভাইয়া আমাকে একটা সেট দিবেন । আমি তখন বলেছিলাম, সেট দিয়ে আমি কি করব ? আমার সাথে তো কারো সাথে তেমন কথা বার্তাই হয় না । সারা দিন হোস্টেলে থাকি আর যখন দরকার হয়, তখন হোস্টেলের ফোন দিয়েই কল করা যায় । সুতরাং ঝামেলা বারিয়ে লাভ কি !
তো যাই হোক । ফেব্রুয়ারির একদিন আব্বু ইস্টার্ন প্লাজায় গিয়ে কিনে দিলেন নোকিয়া ১৬০০ । এই সেট দিয়েই সুরু মোবাইল এর সাথে আমার সম্পর্ক । কিছু দিন যেতেই বুযলাম যে এখন থেলে মোবাইল ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না ! কিছু দিন সব ঠিক-ঠাক মতোই চলছিল, কিনতু একদিন বাঁধ সাধলো ছিনতাইকারী ! আমাকে বলে মোবাইলটা নিয়ে গেল ! আমি পরলাম মহা ঝামেলায়, এখন বাসায় জানলে তো আম্মু শুধু শুধুই কেঁদে-কেটে অবস্হা খারাপ করে ফেলবে, এমনিতেই আম্মু অসুস্হ । আবার ছাড়াও চলা দায় । এখন কি করা যায় ?
হোসটেলে গিয়ে স্যার কে বললাম । স্যার বললেন যে তোমার আব্বু কে ফোন করে বল যে পকেট থেকে মোবাইল নিয়ে গেছে । আমি তাই করলাম । আব্বু কে কল করলাম ।
আমি : আব্বু তুমি কি এখন ব্যস্ত ?
আব্বু : না ।
আমি : তুমি কোথায় ?
আব্বু : গাড়িতে ।
আমি : মেজাজটা কি গরম ?
আব্বু : না, কেন, কি হয়েছে ?
আমি : একটা কথা বলবো । রাগ করবা না তো ?
আব্বু : না, বল ।
আমি : মোবাইলটা পকেট থেকে নিয়ে গেছে ।
আব্বু : কোথা থেকে ?
আমি : রাস্তা থেকে ।
আববু : তাহলে আর কি করা আরেক টা কিনে দিতে হবে ।
তারপর কিছু দিন আগে কিনলাম সনি এরিকসন W200i । একদিন রাতে বারান্দায় বসে আছি । কারেন্ট নেই । গরম । ঘেমে অস্হির । বুক পকেটে মোবাইলটা ছিল । ভাবলাম বসে বসে নাজিলের লাইট গানটা শুনি । পকেট থেকে মোবাইলটা হাতে নেয়ার সাথে সাথে মোবাইলটা ছিটকে ৬ তলার বারান্দা থেকে বাহির হয়ে গেল ! .... (বাকিটা পরের কিস্তিতে ইনশা আল্লাহ, কোচিংয়ে যেতে হবে এখন ।)
২|
১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:১৩
শুিচ বলেছেন: [ইংলিশ] গড়নরষব লধৎধ পযঁৎর শধৎব ঃধৎধ াধষড় হধ. অসধৎড় সড়নরষব পযঁৎর যধবপব ংবর মযধঃড়হধঃধ ঢ়ধৎব নড়ষনড়.
৩|
১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:০৭
হাসান তারিক বলেছেন: যা বাবা ! তাইলে এখন কি হবে?
লাগাও আবার বাবাকে ফোন !
৪|
১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:১৪
অশ্রু বলেছেন: ৫ দিলাম
৫|
১৮ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:০৮
মামু বলেছেন: চিচিং ফাক....
৬|
১৮ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:১৪
জারীর বলেছেন: কাহিণী এখনও বাকি @ হাসান তারিক
বুঝলাম না @ মামু
৭|
১৯ শে আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:৪৫
পাশা বলেছেন: ভাল লেখছ।
৮|
১৯ শে আগস্ট, ২০০৭ রাত ৮:২৯
জারীর বলেছেন: ধন্যবাদ @ পাশা
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:১০
শুিচ বলেছেন: যারা েমাবা