নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুমুখী প্রতিভার অধিকারী জসিম উদ্দিন জয় তিনি ঢাকা জেলায় খুব সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা আব্দুল ছাত্তার খান ও মাতা আমেনা বেগম, পৈত্তিকভিটা কুমিল্লা জেলায়। প্রযুক্তিবিদ, সাংবাদিক, সাহিত্যিক এবং একজন দক্ষ সংগঠক হিসাবে বেশ পরিচিত তিনি | 19

জসিম উদ্দিন জয়

সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ

জসিম উদ্দিন জয় › বিস্তারিত পোস্টঃ

জসিম উদ্দিন জয় এর বঙ্গবন্ধুকে নিয়ে কবিতাগুচ্ছ

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১:৪৬



জসিম উদ্দিন জয় এর
বঙ্গবন্ধুকে নিয়ে কবিতাগুচ্ছ


কবিতার নাম স্বাধীনতার শ্রেষ্ঠ কবিতা

বঙ্গবন্ধু থেকে স্বাধীনতা, মানে একটি দেশ
কবিতার খাতায় লিখি যতবার,
গর্বিত তৃষ্ণায় শিহরণ জাগে ততবার,
লেখার হয় না শেষ, একটি বাংলাদেশ।

বঙ্গবন্ধু থেকে যুদ্ধ, যুদ্ধে যুদ্ধে মানচিত্র
পৃথিবীর পাতায় আকাঁ যতবার
আমরি বাংলায় গর্জে উঠি ততবার
অহংকারে হয়না শেষ, একটি বাংলাদেশ।

বঙ্গবন্ধু থেকে কাব্য, যুগান্তরের মহাকাব্য
শত বছরের শোষন নিপিড়ন
নির্যাতিত বাঙ্গালীর মুক্তির স্বদেশ
রক্ত¯œাত পবিত্রভূমি, একটি বাংলাদেশ ।

বঙ্গবন্ধু থেকে বাংলাদেশ, মানে জীবন্ত ইতিহাস
স্বাধীন বাংলা আমি দেখি যতবার,
পল্লবীত চোখে খুজিঁ ততবার
খোঁজার হয় না শেষ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি মহানায়ক
আদর্শে উজ্জ্বিবিত চির অম্লান হে পিতা
শহীদ মিনার, স্মৃতিসৌধ এবং তোমার ছবিটা
লেখা হয় না আমার একটি অমৃত্য কবিতা
লেখা হয় না এই বর্ষার শোকের কবিতা
কবিতার নাম স্বাধীনতার শ্রেষ্ঠ কবিতা।

¬¬¬----------------------------------------------
বঙ্গবন্ধু থেকে বাংলাদেশ


পৃথিবীতে একটি জাতি একটি ভাষা একটি দেশ,
বাঙালী, বাংলা ও বাংলাদেশ ।
একটি স্বাধীনতা একটি নাম আজীবন বহমান,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
১৯২০ সালে জন্ম মুজিব টুঙ্গিপাড়ায় বাড়ি ,
নিপীরিত বাঙালির মুক্তির দিশারী।
বীর মুজিব ব্রিটিশ বিরোধী আন্দোলনে লড়ে,
মিশনারী স্কুলে তখন ৮ম শ্রেণীতে পড়ে।
অবিসংবাদিত নেতা মুজিব জাগ্রত জনতার তরে,
জীবনে প্রথম মুজিব কারাবরন করে।
বাঙালীর ন্যায় প্রতিষ্ঠায় সংগ্রামে ছিলো অবিরত,
জেল-জুলুম আর অত্যাচারে হয়েছে কত-ক্ষত।
¬¬
৪৯ সালের ২৩ জুন আওয়ামীলীগ গঠন করে,
৪৭ এর দেশ ভাগের আন্দোলনে লড়ে।
৫২‘র ভাষা আন্দোলন, ৬৬‘র ছয়দফা আন্দোলন,
৬৯-এ গণঅভ্যুত্থান পেরিয়ে ৭০ এর নির্বাচন।

পাক-হানাদার পাকিস্তানীদের কত-শত শোষন,
প্রতিবাদে রেসকোর্স ময়দানের জ্বালাময়ী সেই ভাষন।
৭মার্চের অগ্নিঝড়া সেই ভাষন ছিলো সঠিক এবং শুদ্ধ
যার আহ্ববানে মুক্তির লড়াইয়ে শুরু হলো মুক্তিযুদ্ধ ।
যুদ্ধ জয়ে স্বাধীনতা এসেছে, এসেছিলো তোমার ডাকে,
শান্তির পায়রা স্বাধীন দেশে উড়ঁছে ঝাঁকে ঝাঁকে,
নিষান উড়িঁয়ে কিশোরী দেখো বাংলার ছবি আঁকে।
¬¬¬
স্বপ্নদিয়ে গড়েছিলো মুজিব সোনার বাংলাদেশ ।
বিশ্বের কাছে রূপকার তুমি স্বাধীন বাংলাদেশ ।
তপ্ত বুলেটে, ১৫ আগষ্ট, ৭৫‘এর এক কালরাত্রী,
সপরিবারে নিহত হন সর্বকালের এই অবিযাত্রী ।
নেতা মুজিব জীবন দিয়ে বাঙ্গালীকে করেছে মুক্তি,
জাগ্রত মানোবোতা আর অসাম্প্রদায়িকতার শক্তি
¬¬
যতদিন রবে বাংলার মানচিত্র পৃথিবীতে বহমান,
পাহাড় চুড়ায় দাঁড়িয়ে তুমি, শেখ মুজিবুর রহমান ।
তোমার কাছে বাঙালীর-বাংলাদেশ থাকবে চির-দেনা,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু ও মুজিব-সেনা।

বাংলার বাঙ্গালী উচ্চকর শীর,
বাহুতে যত বল, গর্ব করে বল ।
আমার পরিচয় আমি বাঙালী
বাংলা আমার ভাষা, আমার দেশ বাংলাদেশ,
আর বঙ্গবন্ধু মানেই,
অন্ধকারে আলোর মশাল একটি বাংলাদেশ।
-----------------------------------------------

কোটি অতন্ত্র প্রহরী



৭৫ মানে পৃথিবীর কলংকিত এক স্বদেশ,
যার বুকে জন্মেছিলো একটি বাংলাদেশ।
কালো নীল নকশা আর গভীর ষড়যন্ত্র,
বিধ্বস্ত করেছিলো, বাংলাদেশ তার গণতন্ত্র।
১৫ আগষ্ট অন্ধকারে ছেয়ে যাওয়া একটি দিন,
পৃথিবীর মাথানত, শোধাবো কি করে তার ঋন।
পরাজিত হিংস্রতায় বুনেছিলো ষড়যন্ত্র যত মিথ্যা,
মুজিব তোমায় স্বপরিবারে করেছিলো তারা হত্যা।
হত্যা করেছিলো ছোট্ট অবুঝ দুধের শিশু মানব,
পাশন্ড, নিষ্ঠুর, বর্বর, কতটা জগন্ন, হিংস্র দানব।
মুজিব আমার বিশ্বাস মুজিব আমার দেশ,
যার জন্ম না হলো, হতো না, একটি বাংলাদেশ।
সেই পুরোনো শুকুন আবার ২১ আগষ্ট ২০০৪
জনকের কন্যাকে করতে চেয়েছিলো ছারখার
বর্বর গ্রেনেড হামলায় রক্তাক্ত করেছে স্বদেশ,
রেখেছে আল্লাহ, শেখ হাসিনা ও বাংলাদেশ।
তোমার কন্যা গড়ছে বাংলাদেশ যা ছিলো তোমার স্বপ্ন,
আজ বিশ্বের কাছে জননেত্রী ১৬ কোটি মানুষের রত্ম ।
যতই আসুক ঝড়তুফান আর শত্রুদের সতন্ত্র কু-ফরী,
ভয় নেই পিতা আমারা আছি ১৬ কোটি অতন্ত্র প্রহরী । ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৭ ভোর ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখা পদ্য হিসেবে মোটামুটি ভালো; কিন্তু বিষয়বস্তু এখন গুরুত্ব হারিয়ে ফেলেছে, মনে হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.