নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুমুখী প্রতিভার অধিকারী জসিম উদ্দিন জয় তিনি ঢাকা জেলায় খুব সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা আব্দুল ছাত্তার খান ও মাতা আমেনা বেগম, পৈত্তিকভিটা কুমিল্লা জেলায়। প্রযুক্তিবিদ, সাংবাদিক, সাহিত্যিক এবং একজন দক্ষ সংগঠক হিসাবে বেশ পরিচিত তিনি | 19

জসিম উদ্দিন জয়

সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ

জসিম উদ্দিন জয় › বিস্তারিত পোস্টঃ

মানবতার জন্য প্রার্থনা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১১

মানবতার জন্য প্রার্থনা


--- জসিম উদ্দিন জয় ---

আল্লাহ তুমি মহান সর্বশক্তিমান,
তোমার হাতেই রয়েছে সৃষ্টির বিধান,
তোমার কাছে চাই মানবতার সমাধান।

হে আল্লাহ বিচার কর অত্যাচারিদের
নিষ্পাপ আত্মার মানুষ হত্যাকারিদের
আধিপত্তর বিস্তার আর ক্ষমতার লড়াই,
নিরিহ নিধন করে করছে শক্তির বড়াই।


আল্লাহ্ তুমি, পরম দয়ালু আর রাহমান,
তোমার হাতেই পৃথিবীর গতি বহমান,
তোমার কাছে চাই শান্তি আর সম্মান।

হে আল্লাহ রক্ষাকর ভাগ্যহত নির্যাতিত রহিঙ্গা যত
এই পৃথিবীর সৃষ্টিযত জানি সবই তোমার অনুগত
তুমি জাগ্রত করো বিশ^ বিবেক, হও সহায়,
মানবতা আজ ক্ষমতার কাছে, বড় অসহায়।

আল্লাহ তুমি, আর রাহীম পরম করুনাময়
তোমার হাতেই সৃষ্টির ভাগ্য লিখা হয়,
তোমার কাছে চাই পরকালের জান্নাতময়।

হে আল্লাহ পাশে দাড়াঁও যারা জনম দুঃখী
সাহায্যের হাত বাড়াও কর তাদের সুখী
সকল মঙ্গলের সকল তারিফ তোমার,
তুমি পারো, তুমিই আল্লাহ হুআকবার ।

আল্লাহ তুমি, মহান কল্যাণদাতা আলবার
তোমার হাতেই শক্তি আর তরবার
তোমার কাছে চাই মুক্তি মানবতার ।

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর প্রার্থনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.