নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
জসিম উদ্দিন জয়
পৃথিবীটা যেমন ভাবনাটা তেমন
নদীর আছে খোলা আকাশ,
মাতাল হাওয়া আর বৈরী বাতfস ।
আমার আছে এক মায়াবিনী দেবী,
তোমায় নিয়ে লিখবো আমি এক পৃথিবী ।
মনে পড়ে সেদিন
ফাগুনের আকাশ সুরের বাতাস বসন্তের দূপুর
শুকনো পাতার মমরে আলতা পায়ে বাজালে নূপুর
এলে তুমি এলো চুলে খোলা প্রান্তর
রূপের রূপসী তুমি দোলাও অন্তর
ভালোবাসি বলতে পরি, এ আমার গভীর আকুতি
তোমায় নিয়ে লিখবো আমি এক পৃথিবী ।
২| ২৯ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৪৭
চাঙ্কু বলেছেন: লেখলেন মায়াবিনী কিন্তু ফডু একটা ছেলের! কিছুতো বুঝলাম না। আফসুস
৩| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৪| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৩
স্রাঞ্জি সে বলেছেন: দারুণ কাব্য।
৫| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: লিখুন এক পৃথিবী। কবিতা ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৭
বাকপ্রবাস বলেছেন: ভাল লেগেছে