নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
বাংলার বধু
জসিম উদ্দিন জয়
গয়না-গাটি চায় যে বধু
সয়না দেরি বায়না শুধু,
চোখের মাঝে ভীষন যাদু
বাঁকা ঠোঁটে হাসে মৃদু ।
সুখের দিনে ভিষন আদর
দিনে দিনে বারে কদর,
সুখের ঘরে জঁড়িয়ে চাদর
জোৎস্নায় হাসে রঙ্গীন সদর।
ভালোবাসার কোমল মায়া
আচলজুরে শীতল ছায়া ।
চুলগুলো বধুর রেশমী কালো
স্বামীটি তাহার ভীষন ভালো ।
কিন্তু কথা এইখানে নয় শেষ,
বদলে গেলো হঠাৎ পরিবেশ ।
সংসার জুড়ে অভাব অনটন,
স্বামীর কাধেঁ কেবল অঘটন।
বধুটি যখন ঝগড়াঝাটিতে ব্যস্ত,
স্বামী তখন অসুখে-বিসুখে ন্যস্ত।
ঝাড়ু– বটি থাকে শুধু হাতে,
সকাল দুপুর সন্ধ্যে কিংবা রাতে।
রাত পোহালেই নতুন দিন আসে
এই ভাবে চলে বারো মাসে।
সবাই জানে সবাই মানে সবাই শুনে,
সংসার সুখের হয় রমনীর গুনে ।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৭
রাজীব নুর বলেছেন: বাহ!
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:২৯
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা !
পাঠে মুগ্ধ আমি !!
কবির প্রতি অভিন্দন জানাই !!!
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৫২
সাবিনার বচন বলেছেন: ঠিক!
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫
নেওয়াজ আলি বলেছেন: উৎকর্ষ চিন্তায
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫১
সাগর শরীফ বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৪
ওমেরা বলেছেন: সংসার সুখের হয় রমনীর গুনে বাকি টুকু লিখবেন না ——- আমি লিখে দিলাম ।
গুনবান পতি যদি থাকে তার সনে।