নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
বয়স কুড়ি
জসিম উদ্দিন জয়
স্বপ্নীল বাতাসে প্রেমের তরি,
কুড়িঁয়েছে ফুল ভরেছে ঝুড়ি,
দেখেছি তার হাতের তুরি,
হাতে রঙ্গীন কাঁচের চুড়ি।
ঝড়ো চুল বাউলা বাতাসে,
উঁেড় যায় বসন্তের আকাশে।
তাহার চুলেই মনের ঘুড়ি,
যখন ইচ্ছে তখনই উড়ি।
নদীর আকাশে দুরন্ত মেঘ,
প্রেমের জোয়ারে ¯্রােতের বেগ।
হৃদয় কম্পনের সুর-সুড়ি,
প্রেমের বয়সটি ছিলো, কুড়ি।
মনের আকাশে সাদা কাঁশবন,
হৃদয় আনচান সারাবেলা সারাক্ষণ ।
সোনালী অতীত প্রেমের হাতেখড়ি,
প্রেম বসন্তে বয়সটি কুড়ি।
আলতা সাজে, পায়ে নূপুর,
ভীরু লাজে, রোদলা দূপুর।
চাঁদের জোৎস্না মেখে ঘুরিফিরি,
প্রেমের বয়সটি ছিলো কুড়ি।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৫
জাহিদ হাসান বলেছেন: ভালো লাগল।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৩
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লিখেছেন ।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫০
সাগর শরীফ বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪১
তারেক ফাহিম বলেছেন: কুড়িতে, তরি, তুরি, চুড়ি, ঝুড়ি......।
সব দেখি কুড়ির গুনগান।