নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুমুখী প্রতিভার অধিকারী জসিম উদ্দিন জয় তিনি ঢাকা জেলায় খুব সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা আব্দুল ছাত্তার খান ও মাতা আমেনা বেগম, পৈত্তিকভিটা কুমিল্লা জেলায়। প্রযুক্তিবিদ, সাংবাদিক, সাহিত্যিক এবং একজন দক্ষ সংগঠক হিসাবে বেশ পরিচিত তিনি | 19

জসিম উদ্দিন জয়

সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ

জসিম উদ্দিন জয় › বিস্তারিত পোস্টঃ

বয়স কুড়ি

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১০



বয়স কুড়ি

জসিম উদ্দিন জয়

স্বপ্নীল বাতাসে প্রেমের তরি,
কুড়িঁয়েছে ফুল ভরেছে ঝুড়ি,
দেখেছি তার হাতের তুরি,
হাতে রঙ্গীন কাঁচের চুড়ি।

ঝড়ো চুল বাউলা বাতাসে,
উঁেড় যায় বসন্তের আকাশে।
তাহার চুলেই মনের ঘুড়ি,
যখন ইচ্ছে তখনই উড়ি।

নদীর আকাশে দুরন্ত মেঘ,
প্রেমের জোয়ারে ¯্রােতের বেগ।
হৃদয় কম্পনের সুর-সুড়ি,
প্রেমের বয়সটি ছিলো, কুড়ি।

মনের আকাশে সাদা কাঁশবন,
হৃদয় আনচান সারাবেলা সারাক্ষণ ।
সোনালী অতীত প্রেমের হাতেখড়ি,
প্রেম বসন্তে বয়সটি কুড়ি।

আলতা সাজে, পায়ে নূপুর,
ভীরু লাজে, রোদলা দূপুর।
চাঁদের জোৎস্না মেখে ঘুরিফিরি,
প্রেমের বয়সটি ছিলো কুড়ি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪১

তারেক ফাহিম বলেছেন: কুড়িতে, তরি, তুরি, চুড়ি, ঝুড়ি......।

সব দেখি কুড়ির গুনগান।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৫

জাহিদ হাসান বলেছেন: ভালো লাগল।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৩

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লিখেছেন ।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫০

সাগর শরীফ বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.