নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
ডিজিটাল জীবন
জসিম উদ্দিন জয়
যখন তোমার কেউ ছিলো না তখন ছিলেম আমি,
এখন তোমার ফেইসবুক হয়েছে পর হয়েছি আমি।
যাকে ঘীরে স্বপ্নছিলো ছিলো আপন ঘর,
ডিজিটালের ফান্দে পরে ভুলে আপন পর।
দিনরাত্রে তুমি শুধু ফেইসবুকেতে থাকো,
একটুখানি সময় তুমি আমায় দাও নাকো।
রংবেরং এর বন্ধু জোটে, জোটে ভালোবাসা,
হৃদয়নিয়ে খেলাধুলা করছে সর্বনাশা ।
ছদ্ববেশে- ভন্ডামিতে সুপার ফেইসবুক,
ফ্রেন্ডলিষ্টে ভরে গেছে শুধুই মিথ্যুক।
স্বামী-স্ত্রীর সংসারগুলোর পাল্টে গেছে ধরন,
সবকিছুতে জ্বলছে আগুন হৃদয়ে রক্ত ক্ষরন।
সকাল থেকে শুরু জীবন রাত্রীর গভীরতা,
ফেইসবুকেতে চলছে এখন সকল অস্থিরতা।
সময় চলে তড়িৎগতি চালক ফেইসবুক,
সেলফি তোলা মন ভোলানো দেখ সুপারলুক।
মাঠে-ঘাটে শপিংমলে ছবি তোলার ধুম,
রংঠংতে ছবি তোলো, তোলো বাথরুম।
আজগবি এই কালচারেতে দিন কেটে যায় সুখে,
ভালোবাসার জায়গা এখন সুপার ফেইসবুকে।
দিবারাত্র লাইভ চলে ভাই, চলে ভাইবার,
দামী মোবাইল ল্যাপটপে হেব্যি সাইব্যার।
হ্যাংআপ, হুয়াটস্যাপেতে হেব্যি এখন ইমু,
রংবেরং-এ পাঞ্চাবীতে সুপার - ডুপার হিমু ।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৮
ওমেরা বলেছেন: সত্যি কথা বলেছেন ।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: ডিজিটাল কবিতা।
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪১
সাগর শরীফ বলেছেন: ছন্দে ছন্দে সত্য কথা। ভাল লেগেছে স্যার।