নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
জসিম উদ্দিন
বাঁধন মানেই প্রিয়ার কাঁকন,
হাতের উপর হাত,
বাঁধন মানেই, প্রেমের শ্রাবণ,
জ্যোৎস্নায় ভরা রাত।
বাঁধন মানেই, চোখের প্লাবণ,
বুকের ভেতর আশা,
বাঁধন মানেই মনের বাঁধন
তোমার আমার ভালোবাসা।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৮
সাগর শরীফ বলেছেন: এত বাধঁনে মায়া বাড়ে। তখন বিয়োগ সহ্য করা দুষ্কর!!
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
ওমেরা বলেছেন: এত বাঁধনে তো জীবন অতিষ্ট হয়ে যাবে ।
মেন কবিতা সুন্দর হয়েছে ।