নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
জসিম উদ্দিন জয়
রূপ যার নিষ্পাপ, চোখ দু’টি বাঁকা
বলো নারী এ-হৃদয়ে, কার ছবি আঁকা।
ঝরনায় বয়ে চলা, এলো কালো চুল
তুমি এলে ফুলবাগানে, ফুটবে যে ফুল।
তুমি হীনা এ-জীবন, ভুল হবে যে ভুল।
হৃদয়ের মাঝে তুমি সুন্দরী নারী
অনিন্দ্র সুন্দর তুমি বলতে পারি।
স্বপ্লিল চোখে ভাসে রূপালি রাত,
বাঁকা ঠোঁটে হাসি আল্পনায় হাত।
তোমায় ভেবে কেটে যায় সারাবেলা
অন্তরে কেঁপে ওঠে হৃদয়ের জ্বালা।
প্রথম প্রেমের স্মৃতি যায় কি ভোলা,
বাউলা বাতাসে আনন্দের দোলা।
প্রেমের আগুনে হৃদয় পুড়ে ছাড়খাড়,
আজোও ছবি এ-হৃদয়ে আসে বারবার।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর । অনেক দিন পর আপনার লেখা পেলাম। আশা করি পোস্ট করবেন নিয়মিত, কমেন্ট করবেন সবার লেখা পড়ে
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৪
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।