নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
সুবিধা বঞ্চিত শিশু
- জসিম উদ্দিন জয়
মরণ-পরন জীবন-ধারণ
অনাহারে রই,
ক্ষুধার-জ্বালা রোগ-বালা
কেমনে পড়ি বই।
ব্যথার-বড়ি হাতের-খড়ি
সকাল দূপুর সাঁঝে,
বোঝা-টানা জীবন-খানা
সময় কাটে কাজে।
জন্ম থেকে জ¦লছি মাগো
জীবন পুড়ে ছাঁই,
রাস্তা-ঘাটে মৃত্যু-ঘটে
দেখার কেউ নাই।
নামি-দামি জন-দরদি
সমাজেতে যিশু,
শীতের খিদে কেঁদে কেঁদে
সুবিধা বঞ্চিত শিশু।
১৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:৫০
জসিম উদ্দিন জয় বলেছেন: প্রিয় রাজীব নুর ভাই । বেচেঁ থাকার জন্য জীবন সংগ্রামে পথ চলছি ।
২| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:৫৫
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দিলেন না যে!!!
৩| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ১:৩৭
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা লিখা হয়েছে!
লাইক দিলাম।
৪| ১৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: প্রিয় রাজীব নুর ভাই । বেচেঁ থাকার জন্য জীবন সংগ্রামে পথ চলছি ।
বেঁচে থাকার জন্য সংগ্রাম সব মানুশকেই করতে হয়। আমাকেও করতে হচ্ছে। তবে আমার বাবার সীমাহীন টাকা থাকলে আমার জীবনটা অন্যরকম হতো।
ভালো থাকুন।
৫| ১৭ ই মার্চ, ২০২৩ রাত ১:০১
জসিম উদ্দিন জয় বলেছেন: রাজীব নুর ভাই সুন্দর বলেছেন । শুভ কামনা থাকলো আপনার জন্য
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কবিতা লেখা ছাড়া আপনি আর কি কি করেছেন?