নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
শিশুর কষ্ট
-জসিম উদ্দিন জয়
তোমরা যখন চড়ো এসি
নিশান পেট্রল গাড়ি,
আমি তখন ক্ষুধার জ্বালায়
ফিরি বাড়ি-বাড়ি।
তোমরা-যখন মঞ্চে দাঁড়াও
বলো মোদের কথা,
আমি-তখন প্রখর রৌদে
ঘুরি একা-একা।
তোমরা যখন মুখোশ পড়ে
গড়ো প্রাসাদ রাতে,
আমি তখন শীতের রাতে
ভুগছি কষ্ট -ভাতে।
২| ১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া। অবশ্য ছড়া কবিতা লেখা সহজ। কিন্তু মাঠে নেমে কাউকে সাহায্য করা সহজ নয়।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০২৩ রাত ১:১৫
সোনাগাজী বলেছেন:
আপনার প্রোফাইলে লিখেছেন, "বহুমুখী প্রতিভার অধিকারী জসিম উদ্দিন জয় তিনি ঢাকা জেলায় খুব সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা আব্দুল ছাত্তার খান ও মাতা আমেনা বেগম, পৈত্তিকভিটা কুমিল্লা জেলায়। প্রযুক্তিবিদ, সাংবাদিক, সাহিত্যিক এবং একজন দক্ষ সংগঠক হিসাবে বেশ পরিচিত তিনি | "
-কি কি ধরণের প্রতিভা আছে আপনার?