|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জসিম উদ্দিন জয়
জসিম উদ্দিন জয়
	সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
 
 
ঝরাফুল
           - জসিম উদ্দিন জয়
পথের মাঝে দেখো বন্ধু
কত শিশুর অনাহার,
পথেই তুমি দেখতে পাবে
কত রঙ্গের সমাহার।
কাঁদবে মনে বুকটা তোমার
করার কিছুই নাই,
খুঁজে পাবে কোথায় গেলে
এদের হবে ঠাঁই।
পথের মাঝে দেখো বন্ধু
কাঁদছে খোকা কন্যা,
পথের মাঝেই দেখতে পাবে
বিলাসিতার বন্যা।
অকাল ঝড়ের অন্ধকারে
ঝড়ছে কত ফুল
তোমরা বন্ধু নীরব কেন?
করছো কেন ভুল?
 ১ টি
    	১ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০২৩  দুপুর ২:৪৬
১৯ শে মার্চ, ২০২৩  দুপুর ২:৪৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।