নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
বাংলার কথা
- জসিম উদ্দিন জয়
সোনার বাংলা গড়ি এসে
আমরা সবাই মিলে,
হাজার তারার রতন আছে
নীল আকাশের নীলে।
সোনার মাছের বহর আছে
নদী খালে বিলে।
এই বাংলার প্রান্ত ঘিরে
হাজার স্বপন আসে,
এই প্রকৃতির খেলা দেখো
আছে বারো মাসে।
এই দেশেতে জন্মেছিল
হাজার গীতিকবি
এই মাটিরই মূল্য দিতে
ঝরলো কত রবি।
সোনার বাংলা গড়ি এসে
আমরা সবাই মিলে,
হাজার তারার রতন আছে
নীল আকাশের নীলে।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।