নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
মানুষ বলব কাকে ?
- জসিম উদ্দিন জয়
আম গাছে আম ধরে
জাম গাছে জাম,
ফুল গাছে ফুল ধরে
ফুলের অনেক নাম।
ঝাঁক বেঁধে পাখি উড়ে
উড়ে পাখির দল,
লাইন বেঁধে চলে পিঁপড়া
নেই কোলাহল।
গরুগুলো খায় ঘাস
করে হাল চাষ,
গরুর দুধ দিয়ে জীবিকা
চলে বারো মাস।
নামী-দামী মানুষ আছে
এই সমাজে থাকে,
সত্য ফেলে মিথ্যে ধরে
মানুষ বলব কাকে ?
২| ২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর ছড়া