নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
রোজা রাখমু কেমনে ?
- জসিম উদ্দিন জয়
চাঁদ উঠেছে হাসি উঠেছে
রোজা রাখবো কাল,
বাজার করে বেশ বুঝেছি
কাঁচা লঙ্গার ঝাঁল ।
জুতো ছিরেছি ব্যাগে ভরেছি
ধরেছি মাছের লেজ,
ক্ষেপে গিয়ে মাছ বিক্রেতা
দেখিয়ে গেলো তেজ ।
আগে গিয়ে হোঁচট খেয়ে
ভাঙ্গলো আমার ঠ্যাং,
মুরগীওলা হোসে বলে
নেন কোলা ব্যাঙ ।
বসে বসে হিসেব কষে
কিনবো আমি চিনি,
উধাও বলে মুচকি হেসে
কিনে নেন তিনি।
চিনিগুলো গুলিয়েনিলু
ভাসে চোখের জলে
বুকের আগুন বেড়ে দিগুন
মাথা পানির কলে।
নিরব মনে ভাবি বসে
জীবনটাই একটা বোঝা,
খুশি মনে দুঃখ বনে
কেমনে রাখমু রোজা ?
২| ২৩ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
৩| ২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথম পাতায় ধুম ধুম করে দুটি কবিতা না দেয়াই ভালো।