নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
গণহত্যা দিবস
- জসিম উদ্দিন জয়
১৯৭১ সালের ২৫ মার্চ
একটি রাতের গল্প,
পাড়াপরশি সব ঘুমিয়ে
জেগে ছিলো অল্প ।
জেগে ছিলো প্রসূতি মা
ব্যথায় ছিলো কাত,
ঘুমিয়ে ছিলো দামালরা সব
ভয়ার্ত ছিলো রাত ।
পাকিস্তানিদের নীলনকশার কথা
ছিলো বাঙালী অজ্ঞ
সেই সুযোগে পাক হানাদান
চালায় হত্যা যজ্ঞ ।
ঘুমন্ত বাঙালী নিরুপায় হয়ে
স্বাধীন দেশের তরে,
নিরস্ত্র বাঙালী চিৎকার করে
বুলেটের আঘাতে মরে ।
লাখো বাঙালী শহীদ হলো
বাতাসে লাশের গন্ধ,
প্রসূতি মা ও জীবন দিলো
কণ্যাটি হলো অন্ধ ।
২| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: এরকম গনহত্যা পৃথিবীর আর কোন কোন দেশে হয়েছে?
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৫১
এম ডি মুসা বলেছেন: কবিতার বিষয় ভালো ছন্দ থাকলে আরো ভালো হতো