নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুমুখী প্রতিভার অধিকারী জসিম উদ্দিন জয় তিনি ঢাকা জেলায় খুব সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা আব্দুল ছাত্তার খান ও মাতা আমেনা বেগম, পৈত্তিকভিটা কুমিল্লা জেলায়। প্রযুক্তিবিদ, সাংবাদিক, সাহিত্যিক এবং একজন দক্ষ সংগঠক হিসাবে বেশ পরিচিত তিনি | 19

জসিম উদ্দিন জয়

সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ

জসিম উদ্দিন জয় › বিস্তারিত পোস্টঃ

জয় বাংলা

২৬ শে মার্চ, ২০২৩ রাত ৮:০৮



জয় বাংলা

- জসিম উদ্দিন জয়

স্বাধীনতা মানে, লাল-সবুজে উড়ন্ত পাখি
দুরন্ত কিশোরীর ফুটন্ত ফুলে মুগ্ধ আঁখি ।
স্বাধীনতা মানে, মায়ের শুভ্র হাসি
রাখাল বালকের মিষ্টি সুরের বাঁশি ।
স্বাধীনতা মানে, দিগন্তজোড়া সোনালি ধান
বাংলার আকাশে বাউলের কন্ঠে গান ।
স্বাধীনতা মানে, মুক্তচিন্তা-মুক্তমনা
ন্যায়-অন্যায়ের সমীকরণ জানা ।
স্বাধীনতা মানে, জগৎজয়ী নারী
মিথ্যে তথ্য ধর্মের বাড়াবাড়ি ।
স্বাধীনতা মানে, জাগরনীর ভাষা
জননী-জন্মভূমির প্রতি ভালোবাসা ।
স্বাধীনতা মানে নারী পুরষ বিশ্ব জোড়া
সফলতা আর স্বনির্ভর দেশকে গড়া ।
স্বাধীনতা মানে আগামীর কন্ঠধ্বনি
বিশ্বজুড়ে জয় বাংলার প্রতিধ্বনী ।
স্বাধীনতা মানে, বাংলার গান গাও
জয় বংলা বলে আগে বাড়াও।
স্বাধীনতা মানে, স্বপ্নগাঁথা বিরহ বিধূর
যতদূর সমুদ্দূর ততদূর বাংলার সূর।
স্বাধীনতা মানে, অক্সিজেন জন্মভূমির দেশ
অবুঝ হৃদয়ে আমার প্রথম বাংলাদেশ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ৮:৩৫

সোনাগাজী বলেছেন:



একটু বাতাসী হয়ে গেছে।
স্বাধীনতা মানে প্রতি নাগরিকের নাগরিক অধিকারের নিশচয়তা।

২| ২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৮:২২

এম ডি মুসা বলেছেন: স্বাধীনতা মানে সবকিছু দেশের মনের সবখানে স্বাধীনতা আসুক

৩| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: ছবি ও কবিতা দুটাই সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.