নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
ছায়াময়
- জসিম উদ্দিন জয়
আযানের সুরে ঘুমভাঙ্গা ভোরে
পাখিদের গুঞ্জনে,
বিধাতার টানে মসজিদ প্রাণে
ছুটে যাই নির্জনে।
আযানের সুরে, নির্জন দূপুরে
কাজের ফাঁকে
মসজিদের বাঁকে ছুটে যাই
আযানের ডাকে।
আযানে সুরে ক্লান্ত বিকেলে
বর্ণালি সুর্যের আলো,
মমতায় ঘেরা মসজিদে ফেরা
মুছতে হৃদয়ের কালো।
আযানের সুরে সুর্য ফেরে ঘরে
পশ্চিমাকাশে নীলাভ ছায়া,
জান্নাত পাবার ছায়াময় সবার
মহান বিধাতারই মায়া।
আযানের সূরে রাত্রীর তরে
ভক্তি খোদা মুক্তি প্রাণ,
ক্লান্ত দেহে শান্তি বহমান
নামাজেরই আহবান।
স্রষ্টাকে বাসবো ভালো
দূর হবে আঁধার কালো
দয়াময় সে তো দয়ার সাগর
পরম করুণাময়।
তারই মাঝে সকল প্রাপ্তি
তারই মাঝে জয়,
সর্বত্র ছড়িয়ে সেতো
মায়াময় মায়াময়
সব্বার ছায়াময়।
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।