![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
ব্যথার দান
-জসিম উদ্দিন জয়
আলোর মাঝে হাসি আমি
আঁধারেতে লুকাই,
জোঁকার মনের মানুষ আমি
অনাহারে শুকাই।
হরেক রকম কথা বলে
মানুষদের হাসাই,
কষ্ট পাওয়া মানুষ দেখে
কেঁদে বুক ভাসাই।
স্বপ্ন বিলাসী মানুষ আমি
স্বপ্নের দেশে থাকি,
স্বপ্ন ভেঙে চেয়ে দেখি
সব কিছুতেই ফাঁকি।
দুঃখ এলে গাই যে আমি
গুন গুনিয়ে গান,
কষ্টগুলো ছুড়ে ফেলে
রাখি সুখের মান।
ছন্দ-আনন্দের মাঝে আমি
সৃজনশীলতা খুঁজি,
সত্য-সুন্দরের পক্ষে আমি
এটাই আমার পুঁজি ।
নিঝুম-নির্ঘুম রাত্রী আসে
একলা একা ঘরে,
স্মৃতি গুলো মনে পড়ে
হৃদয়ে আকড়ে ধরে।
ঝড় তুফানে ভাঙ্গে ঘর
বন্ধ কোকিলের গান,
সমুদ্রের মাঝে জোয়ার আসে
আসে নদীতে বান,
কষ্ট পাওয়া স্মৃতিগুলোই
কালজয়ী ব্যথার দান।
২| ০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
৩| ০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৭
শেরজা তপন বলেছেন: কিছু মনে করবেন না ভাই; আপনাকে মোটেই অনুৎসাহিত করছিনা।
কবিতাটা বেশী পুরনো ঢঙ্গে - অতি আবেগী হইয়ে গেছে। এ ধরনের কবিতা মনে হচ্ছে অনেক শুনেছি,
নতুন নিজস্ব ঢঙ্গে কিছু লিখুন।