নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
জ্যৈষ্ঠের কবিতা
- জসিম উদ্দিন জয়
জ্যৈষ্ঠের গরম আর গগনের ডাক,
এলো বুঝি বৃষ্টি, বুনো হাঁসের ঝাঁক।
ঝড়ো ঝড় বাতাসে ফুটলো কদম,
শালিকের ঝাঁকগুলো তুললো রিদম।
প্রকৃতির সাজে আজ জ্যৈষ্ঠের কৃষ্টি
আম জাম কাঁঠালের অপরূপ দৃষ্টি।
গগনের ডাকে আজ এলো যে বৃষ্টি
প্রকৃতির মাঝে আজ অপরূপ সৃষ্টি।
জ্যৈষ্ঠের ছুটিতে আজ স্কুল বন্ধ
আম-কাঁঠালে ভরে গেছে গন্ধ।
দলবেঁধে চলো আজ দেশের বাড়ি যাই
চিড়া আর মুড়ি দিয়ে আম-কাঁঠাল খাই।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।