নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুমুখী প্রতিভার অধিকারী জসিম উদ্দিন জয় তিনি ঢাকা জেলায় খুব সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা আব্দুল ছাত্তার খান ও মাতা আমেনা বেগম, পৈত্তিকভিটা কুমিল্লা জেলায়। প্রযুক্তিবিদ, সাংবাদিক, সাহিত্যিক এবং একজন দক্ষ সংগঠক হিসাবে বেশ পরিচিত তিনি | 19

জসিম উদ্দিন জয়

সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ

জসিম উদ্দিন জয় › বিস্তারিত পোস্টঃ

মা যেনো একটি পৃথিবী

১২ ই মে, ২০২৩ রাত ৮:২০



মা যেনো একটি পৃথিবী

- জসিম উদ্দিন জয়

মা যেনো একটি পৃথিবী,
যার কোলে বসবাস করে সবাই।
মা যেনো একটি সমুদ্র,
যার ঢেউয়ে ভেসে বেড়াই সবাই ।
মা যেনো একটি সুর্য
যার আলোয় আলোকিত সবাই ।
মা যেনো প্রশান্ত জলাশয়,
যার কোলো শান্তি খুঁজে সবাই।
মা যেনো একটি চাঁদ,
যার জোৎস্নায় সাঁতার কাটে সবাই।
মা যেনো একটি দেশ
যার ভূমিতে জীবন কাটায় সবাই ।
মা যেনো একটি বটবৃক্ষ
যার ছায়ায় ঘুমিয়ে পড়ি সবাই ।
মা যেনো বিশুদ্ধ অক্সিজেন,
যার নিশ্বাসে বেঁচে আছি সবাই ।
মা একটি ধারালো তলোয়ার আর ঢাল,
যার প্রভাবে অশুভ থেকে রক্ষা পাই সবাই।
মা যেনো একটি শক্তি,
যার শক্তিতে কর্মচঞ্চল আমরা সবাই।
মা যেনো একটি আত্মা,
যার ভিতর থেকে জন্ম নিয়েছি আমরা সবাই ।
মা যেনো একটি ভালোবাসা
যার স্নেহে দিনের সুচনা করি আমারা সবাই ।
মা যোনো অফুরন্ত কাব্যকথা
যার অসীম সীমানা
লিখে শেষ করতে পারবে না আমরা সবাই।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২৩ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.