![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ
কোটি অতন্ত্র প্রহরী
- জসিম উদ্দিন জয়
৭৫ মানে পৃথিবীর কলংকিত এক স্বদেশ
যার বুকে জন্মেছিলো একটি বাংলাদেশ।
কালো নীল নকশা আর গভীর ষড়যন্ত্র
বিধ্বস্ত করেছিলো, বাংলাদেশ তার গণতন্ত্র।
১৫ আগষ্ট অন্ধকারে ছেয়ে যাওয়া একটি দিন
পৃথিবীর মাথানত, শোধাবো কি করে তার ঋণ!
পরাজিত হিংস্রতায় বুনেছিলো ষড়যন্ত্র যত মিথ্যা
মুজিব তোমায় স্বপরিবারে করেছিলো তারা হত্যা।
হত্যা করেছিলো ছোট্ট অবুঝ দুধের শিশু মানব
পাষাণ্ড নিষ্ঠুর বর্বর কতটা জঘন্য হিংস্র দানব।
মুজিব আমার বিশ্বাস মুজিব আমার দেশ,
যার জন্ম না হলো, হতো না, একটি বাংলাদেশ।
সেই পুরনো শুকুন আবার ২১ আগষ্ট ২০০৪
জনকের কন্যাকে করতে চেয়েছিলো ছারখার।
বর্বর গ্রেনেড হামলায় রক্তাক্ত করেছে স্বদেশ
রেখেছে আল্লাহ, শেখ হাসিনা ও বাংলাদেশ।
তোমার কন্যা গড়েছে বাংলাদেশ যা ছিল তোমার স্বপ্ন
আজ বিশ্বের কাছে জননেত্রী ১৬ কোটি মানুষের রত্ম।
যতই আসুক ঝড়—তুফান আর শত্রুদের স্বতন্ত্র কুফরী
ভয় নেই পিতা আমারা আছি ১৬ কোটি অতন্ত্র প্রহরী।
১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮
জসিম উদ্দিন জয় বলেছেন: সুন্দর বলেছেন ভাই । আপনার জন্য শুভ কামনা রইলো ।
২| ১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:০৩
অক্পটে বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। আপনার হৃদয়ের ভালবাসা অকুন্ঠ প্রকাশ পেয়েছে।
৩| ১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:০৭
কালো যাদুকর বলেছেন: ভয় নেই আমরা আছি আতন্ত্র প্রহরী।ভাল হয়েছে কবিতা।
৪| ১৯ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০১
কোডার বলেছেন: বাকশাল থেকে মানুষ অনেক দিন মুক্ত থাকলেও, এখন আবার বাকশাল মাথা চাড়া দিয়ে উঠছে
৫| ১৯ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০৫
অভি যাত্রী বলেছেন: এত অতন্দ্র প্রহরীর দরকার নাই। উনার নিরাপত্তায় যারা নিয়োজিত তারা তাদের দায়িত্ব ঠিকমত পালন করলে হল
৬| ২০ শে আগস্ট, ২০২৩ রাত ২:২৫
কলাবাগান১ বলেছেন: এই ছবিটা বড়ই নাড়া দেয় বিবেককে। কতটুকু বেঈমান জাতি..কিভাবে ৩ বছর এ জামাতি-রাজাকার রা তাদের পরাজয়ের শোধ নিল আর সেই শোধ নেওয়ার লোক এখন বাড়ন্ত।
৭| ২০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: কবিতা টা জব্বর হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৩০
অক্পটে বলেছেন: ১৬ কোটি অতন্ত্র প্রহরীর সবই কি আওয়ামীলীগ? কেউ কোথাও নেই আর?