নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুমুখী প্রতিভার অধিকারী জসিম উদ্দিন জয় তিনি ঢাকা জেলায় খুব সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা আব্দুল ছাত্তার খান ও মাতা আমেনা বেগম, পৈত্তিকভিটা কুমিল্লা জেলায়। প্রযুক্তিবিদ, সাংবাদিক, সাহিত্যিক এবং একজন দক্ষ সংগঠক হিসাবে বেশ পরিচিত তিনি | 19

জসিম উদ্দিন জয়

সাহিত্যিক, সংগঠক, প্রযুক্তিবিদ

জসিম উদ্দিন জয় › বিস্তারিত পোস্টঃ

কবিতার নাম শেখ হাসিনা

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫৫



কবিতার নাম শেখ হাসিনা

- জসিম উদ্দিন জয়

একটি কবিতা লিখবো, মনের গহীনে আসছে অসংখ্য শব্দ,
গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত শব্দগুলোও আজ স্তব্দ ।
নিবির উৎকন্ঠা আর উচ্ছা্সে হৃদয়ে বইছে আনন্দের বন্যা ,
তিনি যে স্বাধীন বাংলার স্থাপতি জাতির জনকের কন্যা ।

একটি কবিতা লিখবো, বীর পিতার এক বীর কন্যার দেশ,
শেখ হাসিনা মানে পিতার আদর্শের সোনার বাংলাদেশ ।
জাতির পিতার সোনার বাংলায় যখন নেতৃত্বহীন জাতি,
রুদ্ধ শিকল ভেঙ্গে সোনার বাংলা গড়ে দিলেন রাতারাতি ।

একটি কবিতা লিখবো, শোক থেকে শক্তির অদম্য পদযাত্রা,
শত ষড়যন্ত্রের শেকর উপরে ফেলে বাঙালীকে দিয়েছে নতুন মাত্রা ।
সব হারিয়ে দেশকে দিয়েছে সবটুকু যিনি ,
বাংলার রত্ন জননেত্রী শেখ হাসিনা তিনি ।

একটি কবিতা লিখবো, খুদা-দারিদ্র থেকে আলোকিত স্বদেশ
নিপিরীত অন্ধ‌্কার দেশেকে করেছে ডিজিটাল বাংলাদেশ
বাঙালীর হৃদয়ে দিয়েছে খুশির বন‌্যা ,
তুমি মহান আদর্শে উজ্জ্বেবিত দেশ কন‌্যা ।

একটি কবিতা লিখবো, ভিখারী থেকে উন্নয়নশীল দেশ
অদম্য অগ্রযাত্রায় ডিজিটাল থেকে স্মাট বাংলাদেশ ।
কামার- কুমার, মাঝি-মাল্লা, জেলে, তাতি,
বিশ্বের মাঝে বাঙালী আজ মর্যাদাশীল জাতি ।

একটি কবিতা লিখবো, নিঃস্ব থেকে উন্নয়নের রোল মডেল,
পদ্মাসেতু, মেট্টোরেল, এক্সপ্রেসওয়ে আর বঙ্গবন্ধু টানেল ।
উত্তাল সমুদ্রে গর্জন আর হত্যার ষড়যন্ত্রের ভয়,
তবু্ও অন্যায়কে পরিহার করে, সত্যকে করেছে জয় ।

একটি কবিতা লিখবো, খুদার্থ থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ন,
দেশ বিরোধী অপশক্তিকে করেছো চূর্নবিচুন্য ।
মহান পিতার আদর্শে উজ্জ্বেবিত স্বর্ণ কন‌্যা তুমি,
সূর্যের মতো পৃথিবীর বুকে আজ শ্রেষ্ঠ জন্মভূমি ।

একটি কবিতা লিখবো যোগ্য পিতার যোগ্য কন্যা তোমারই জন্য,
বাংলা আজ বিশ্বের কাজে অবাক করা ধন্য ।
গরীব দুখি বীর বাঙালী সবাই আমরা পাই,
সৃষ্ঠা আছে তোমার পাশে কোন ভয় নাই ।

একটি কবিতা লিখবো, ২৮ সেপ্টেম্বর তোমার জন্মদিন
আধার ভেঙে সূর্য হাসে, আজ তোমার জন্মদিন,
বিশ্বভুবন আলোয় ভাসে, আজ তোমার জন্মাদিন,
শ্রদ্ধা আর ভালোবাসা জানাই তোমার জন্মদিন,
সুস্থ্য রাখো সুন্দর রাখো হে রব্বুল আলামিন ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৩১

কলাবাগান১ বলেছেন: এত ভদ্র ভাষায় কবিতা লিখলে চলবে???

লিখবেন জামাতিদের মত
"আজেবাজে চিন্তা মনে সুনামি যায় বয়ে
পায়ু পথে লাল যায় কোষ্ঠকাঠিন্য হয়ে। "
সামুতে আবার তখন কোন দোষের হয় না...সসন্মানে সেই কবিতাকে ঝুলিয়ে রাখা হয়

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৩৬

কামাল১৮ বলেছেন: কবিতায় প্রশংসা।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালো হয়েছে।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের দেশ ভিখারির দেশ কবে ছিল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.