![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ঝগড়া লেগেছে দুজন বা তারো অধিক, আমরা দেখছি" এরকম অনেক হয়েছা। খুনোখুনিও হয় ঝগড়াতে।
কিন্তু এবার কিছু অভিনব ঝগড়ার কথা বলতে এসেছি।
প্রথমেই বলবো সায়েদ কাকা আর তার বউয়ের ঝগড়ার কথাঃ
এমন ঝগড়া লাগছে তারা জামাই বউয়ে, কেউই থামাতে পারছেনা। বেটা বউকে রামদোলাই দিচ্ছেতো দিচ্ছেই।
শেষ পর্যন্ত ঘরের মারকাট ব্যাপার উঠানে এলো। বউ লুটিয়ে পড়ে বিলাপ করছে আর "ও, গোলমের পুত..." বলে বলে বেটার চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে আবার ডুবাচ্ছে।
ঘরের ভেতর থেকে থেকে যখন বেটার আর সহ্য হচ্ছিলোেনা তখন সে মোটা একটা লাটি নিয়ে দাঁতে দাঁত খিচে একেবারে দৌড়ে আসছে, " আইজ তোরে মাইরালবাম" অবস্থা।
আমরা যারা ঝগড়া ভাঙানোর চেষ্টা করছিলাম তারা ভয়ে ভয়ে তাকে বাঁধা দিতে যাবো, এর আগেই সে একদম বউয়ের কাছে পৌছে গেছে। এমন ভাবে লাটি তুলছে যে যদি বাড়ি মেরেই দেয় তবে বউয়ের মাথা তেত্রিশ টুকরা নিশ্চিত। বউ বেচারা কোনোমতে মাথার উপরে হাত তুলে মুখ নিচে দিয়ে বাঁচার চেষ্টা করছে, আর পাল্টা কিছু করতে গিয়ে দিছে জামাইয়ের লুঙ্গি ধরে টান।
আর যায় কোথায়! বেটার লুঙ্গি ততোক্ষণে বউয়ের মুখে-মাথায় লুটোপুটি খাচ্ছে।
আর আমরা যারা তাদের আটকাতে উপস্থিত ছিলাম তারা সবাই হেসে লুটোপুটি।
দ্বিতীয়ত বলবো ভয়াবহ সাঁজোয়া মারের কথাঃ
দুইপক্ষ আগের থেকে ঠিক করে রাখা তারিখে নেমেছে মারামারি করতে।
দুইপক্ষই মুখোমুখী। তুমুল ঝগড়া। আজিজুলমিয়া বড় একটা রামদা নিয়ে দৌড়ে একেবারে সাঁজের মাঝে। কাকে কোন সময় কোন কোঁপ দিয়ে বসে এই যখন অবস্থা, তখন দেখা গেলো প্রতিপক্ষের হেলাল তার সামনে।
হাতে তার ইয়াব্বড় ঢাল আর একটা রামদা।
আজিজুল তখন ভয় পেয়েই কি না কে জানে, হঠাৎ করে বলে উঠলো, "তুই এইখানে দাড়া, আমি দুপুরে খাইয়া আসি..." বলেই হাতের রামদা টামদা ফেলে একেবারে অলিম্পিক দৌড়।
আর বাকিরা হাসতে হাসতে শুয়ে পড়ার মতো অবস্থা।
তৃতীয়ত বলবো....
০৮ ই জুন, ২০১৭ রাত ১:৪৮
বেনামি মানুষ বলেছেন: মানে একদম দলবেধে মারামারি।
গ্রামে বলে হাজের মাইর। সাঁজোয়া অর্থ
দলবেধে মারামারি এবং আত্মরক্ষার জন্য সবরকম রসদ নিয়ে মারামারির জন্য আমি এর থেকে ভালো শব্দ পাইনি ভাই।
২| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:২৯
গেম চেঞ্জার বলেছেন: প্রথমটা পুরাই
পরেরটাও ক্সস!!!!!!
০৮ ই জুন, ২০১৭ রাত ১:৪৯
বেনামি মানুষ বলেছেন: ক্সস কি ভাই?
৩| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:২৯
ঘুড্ডির পাইলট বলেছেন: ৩য় ঝগড়ার কথাডা কইলেন না কেরে ? ভালোই তো লাগতাছিলো !
০৮ ই জুন, ২০১৭ রাত ১:৫০
বেনামি মানুষ বলেছেন: পরে কইমুনে ভাই।
সব ভালো লাগা একবারে লাগলে সমস্যা হবেনা?
৪| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৩৯
ঢাকাবাসী বলেছেন: ভালই লাগল।
০৮ ই জুন, ২০১৭ রাত ১:৫১
বেনামি মানুষ বলেছেন:
৫| ০৮ ই জুন, ২০১৭ রাত ১:৫১
গেম চেঞ্জার বলেছেন: ক্সস = জোস!!!!!
০৮ ই জুন, ২০১৭ রাত ১:৫২
বেনামি মানুষ বলেছেন: নতুন শব্দ।
শিখবো কি না?
আমি এটার প্রয়োগ করতে পারবো কোন কোন ক্ষেত্রে?
৬| ০৮ ই জুন, ২০১৭ রাত ১:৫৪
গেম চেঞ্জার বলেছেন: xoss ফেবু নাগরিকরাই ব্যবহার করে। আমি এটটুক ব্লগে ব্যবহার করে ফেললাম আরকি।
০৮ ই জুন, ২০১৭ রাত ১:৫৮
বেনামি মানুষ বলেছেন:
তাই বলেন!
ব্লগিজেনরা ফেবুজেনদের শব্দে হামলা করলো এবার!
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৭ রাত ৮:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: সাঁজোয়া মার কী?