![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতাকে এবার আখ ক্ষেতে নিয়ে কি যেনো করে দিয়েছে পাড়ার কিছু উঠতি ছেলেপুলে।
বিকালে খুঁড়াতে খুঁড়াতে তার ঘরে ফিরলে পরে কবিতার মা ছন্দবালা মেয়েকে জিগ্যেস কি হয়েছে জিগ্যেস করলে
জবাবে কিছু না বলে ঘরে খিল দেয় সে।
খিল দেয় বলতে ঝাপি ফেলে নিজেকে আবদ্ধ করে রাখে আর কি।
বেচারা কবিতা! তারা হতশ্রী, তাদের কি আর সেই জৌলুশ আছে যে খিলান দেয়া কামরায় বসবাস করবে আর সিংহদ্বার থাকবে ঘরে!
তাদের অবস্থা শোচনীয়, ঐ যে বললাম না হতশ্রী?
তারা শ্রী হারা হয়েছে। শ্রী হারা হয় নি, মূলত তাদের শ্রী কেড়ে নেয়া হয়েছে।
যদি জিগ্যেস করেন কারা কাদের শ্রী কেড়ে নিয়েছে তবে ইতিহাস কপচাতেই হবে।
এবং পরক্ষণে যে জবাব টা বেরুবে তা হলো, ' কারা আবার! যারা কবিতাকে আখ ক্ষেতে নিয়ে কি যেনো করে দিয়েছে তাদের বাপ দাদা রা ই কবিতা এবং ছন্দবালাদের ঐতিহ্যপূর্ণ ইতিহাস লুন্ঠন করেছে।'
কি জৌলুশ ছিলো মাইরি কবিতাদের বংশে!
কি নামের বাহার!
মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, মুক্তাক্ষর, চতুর্দশপদী, চম্পুকাব্য, মহাকাব্য, শোকগাথা, লোকগাথা, বচন, ডাডাক, অণুকাব্য, কাব্য, ছড়া, অন্ত্যমিল কতো শতো রাশভারী নামধাম!
তাদের নামের বাহারে ই তাদের ঐতিহ্য আন্দাজ করা যায়।
তাদের নামের যথার্থ পুজো করেছেন আলাওল, মাগন ঠাকুর, সৈয়দ হামজা, ফকির গরিবুল্লাহ, কাহ্নপা, শবরপা, লুইপা, কানা হরিদত্ত, দৌলত উজির, চন্দ্রাবতী, চণ্ডীদাস, লোচন দাশ, জ্ঞান দাশ, জীবনানন্দ, জসীম উদদীন, নজরুল, রবীন্দ্রনাথ আরো কতোশতো বড়ো বড়ো লোক!
কিন্তু আজকাল?
কোথায় সেই পুজো প্রার্থনা!
কবিতাদের টেনে নেয়া হচ্ছে আখ ক্ষেতে, পাঁট ক্ষেতে।
অনেকে আবার এই কষ্ট টুকুন ও করতে চায় না, কবিতাদের বেড়ার ধারে ধার করায়ে ই ধর্ষণ করে ছেড়ে দিচ্ছে।
দুঃখিত ধর্ষণ শব্দ টা কেমন অশ্লীল লাগে, এখানে হবে 'কি যেনো করে' ছেড়ে দিচ্ছে।
১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৫
বেনামি মানুষ বলেছেন: শেষ হবার আগে একটা কবিতা লিখেন প্লিজ! আর না হয় 'কি যেনো করে' দেন কবিতাকে!
২| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: আহা ! বেচারী কবিতা
যারা ইয়ে করে তাদের কি করা উচিৎ.........................
১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৬
বেনামি মানুষ বলেছেন: মোঃ মাইদুল সরকার বলেছেন: আহা ! বেচারী কবিতা
যারা ইয়ে করে তাদের কি করা উচিৎ.........................
তাদের উৎসাহিত করুন
৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কেন অন্যায় ও পৃথিবীর জঘন্যতম একটি কাজে উৎসাহ দেবার কথা বলছেন !
লজ্জা লাজ্জা লজ্জা।
১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৩
বেনামি মানুষ বলেছেন: লজ্জা লজ্জা লজ্জা।
কোথায় যে রাখি!
৪| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৪
তারেক ফাহিম বলেছেন: মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, মুক্তাক্ষর, চতুর্দশপদী, চম্পুকাব্য, মহাকাব্য, শোকগাথা, লোকগাথা, বচন, ডাডাক, অণুকাব্য, কাব্য, ছড়া, অন্ত্যমিল
বংশের দাগ টেনে দিলো বেচারি কবিতা, অবশ্য তার আর কী দোষ, অাঁখ খেতে তো সে স্বেচ্ছায় যায়নি।
ভালো লাগলো হাস্যকর কবিতা।
১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৩
বেনামি মানুষ বলেছেন: এটা আপনার কাছে কবিতা মনে হয়েছে?
৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৪
তারেক ফাহিম বলেছেন: হাস্যকর কবিতা বলতে, ধর্ষিতা কবিতাকে বললাম।
গদ্য আর পদ্য বুঝার ক্ষমতা এখনও হারায়নি, জনাব।
১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৩
বেনামি মানুষ বলেছেন: কবিতার দোষ নাই।
আমরা ই তাকে 'কি যেনো করে' ছেড়ে দিচ্ছি।
মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৪
এম আর তালুকদার বলেছেন: ধিক্কার জানাই "কি যেন করে" ওদের…
১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৪
বেনামি মানুষ বলেছেন: প্রার্থনা করেন, যেনো তাদের উপর ঠাডা পড়ে।
৭| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: পৃথিবী চলেছে ইনোভেশন দিয়ে।
কবিতায়ও তাই নতুন কিছু আসবেই। নতুন সূত্রও আবিস্কার হবে।
১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
বেনামি মানুষ বলেছেন: জ্বী, অবশ্যই নতুন কিছু আসবে।
তবে 'আম পাতা জোড়া জোড়া' বা 'নোটন নোটন পায়রা গুলি' লেখা হয়ে গেছে।
এবং 'আকাশে তারা বাগানে ফুল ছাত্রজীবনে প্রেম করা ভুল' বা 'বন্ধু তুমি মাছ, আমি ঘাস, তোমার নতুন প্রেমিক দিয়ে গেলো বাঁশ' এই টাইপ নতুন না আসা ই ভালো মনে করি।
৮| ১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 'বন্ধু তুমি মাছ, আমি ঘাস, তোমার নতুন প্রেমিক দিয়ে গেলো বাঁশ'
হা, হা, হা।
আমার মনে হয় সুকুমার রায়কে উনারা ফোলো করেন। এরকম অনেক কিছু উনি লিখে গিয়েছেন।
৯| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬
অপর্ণা মম্ময় বলেছেন: কী যেনর ভয়েই কবিতাতে হাত দেয়া হয় না।
তবে আপনার লেখার ধরণটা চমৎকার
১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৭
বেনামি মানুষ বলেছেন: কি যেনো তো আছে ই।
যারা কবিতা লেখার জন্য বা কোনোকিছু পছন্দ হলে ই তাকে 'কি যেনো করে' দেয় তারা বুঝতে ই চায় না কোনো কিছু পছন্দ হলে ই তার ব্যবচ্ছেদ করতে হয় না।
তারা এটা ও বুঝে না যে সব সবারে দিয়ে হয় না।
থাক না কিছু ভালো কবিতা ওয়ালা , আর আমরা আম জনতা যাই না জীবন কাটিয়ে তাদের ভালো ভালো কবিতা গুলো পড়ে।
তা না তারা চলে আসে কবিতা কে 'কি যেনো করে' দিতে। তারা টের ও পায় না যে তাদের উল্লেখ করতে গিয়ে লোকে তাদের উপর চন্দ্রবিন্দু টা ও পর্যন্ত দেয় না।
তবু ও তারা নিজেকে কবি ভেবে সুখ পায়।
১০| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫২
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল কবিতা চুরি হয় তাই কবিরা....... !!
১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৯
বেনামি মানুষ বলেছেন: তাই কবিরা কবিতাকে 'কি যেনো করে' ছেড়ে দিচ্ছে!
১১| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২২
প্রামানিক বলেছেন: কবিতার অবস্থা দিন দিন এমন হচ্ছে কবি ছাড়া এর অর্থ বোঝা মুশকিল।
১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩২
বেনামি মানুষ বলেছেন: কবি তো এখন সবাই।
এমন ও দেখেছি যে নিজের খাতায় দুই লাইন 'আমা জাম কলা, পা হাত গলা' টাইপের মহাকাব্য লিখে ও নিজের নামের আগে কবি খেতাব জুড়িয়ে নিয়েছেন অনেকে।
প্রামানিক বলেছেন: কবিতার অবস্থা দিন দিন এমন হচ্ছে কবি ছাড়া এর অর্থ বোঝা মুশকিল।
আপনি নিশ্চয় এমন কবিদের কথা বলেন নি ভাই প্রামানিক।
১২| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১০
লাল মাহমুদ বলেছেন: প্রামানিক ভাই বলেছেন: কবিতার অবস্থা দিন দিন এমন হচ্ছে কবি ছাড়া এর অর্থ বোঝা মুশকিল।
সহমত।
১৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪২
আটলান্টিক বলেছেন: এখন কবিতার যুগের অন্তিমকাল চলছে।কবিতার দিন শেষ জনাব।এখন তো শুধু উপন্যাস আর ছোট গল্প চলবে।
১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৫
বেনামি মানুষ বলেছেন: চলুক, চালান, আমরা পড়ে তৃপ্তি পাই।
আর লিংক দিয়েন।
আর সাবধান, 'কিছু যেনো বরে' ছেড়ে দিয়েন না ঐ জেনরা টা কে ও।
১৪| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৬
ফয়সাল রকি বলেছেন: আহ, যদি একটা কোবতে লিখিতে পারিতাম!!!!
১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৯
বেনামি মানুষ বলেছেন: কোথায় নিয়ে যাবেন কবিতাকে?
আখ ক্ষেতে নাকি গুপচি-গলিতে!
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৯
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হা হা হা! হাসতে হাসতে শেষ!