![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা ব্লগে মন্তব্যের জবাব দেয় না তাদের দুইটা জিনিষ বা ব্যাপার মনে হয় আমার।
এক- হয় তারা বোকা বা লেখা কপি পেস্ট করে তাদের দায়িত্ব শেষ ভাবে, নয় তো মন্ত্যব্য করতে তারা ভয় পায় পাছে ভুলভাল বকে ফেলে!
দুই- তারা নাক উঁচা স্বভাবের মানুষ।
নাক উঁচা স্বভাব ই যদি ছাড়তে না পারলেন তবে আপনার এই পড়ালেখা, ব্লগে আইডিয়া শেয়ারিং, লেখাজোকা সব ই ব্যর্থ না?
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৬
বেনামি মানুষ বলেছেন:
আমার এখানে আপনাকে প্রথম দেখলাম তাই ধন্যবাদের বদলে পপকর্ন দিলাম, খেয়ে প্রতিমন্তব্য হিসেবে বুঝে নিবেন।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৫
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ওমেরার ব্লগে তার বিপক্ষে একটা মন্তব্য করে দেখতে পারেন। দেখবেন, আপনার মন্তব্য গায়েব হয়ে গেছে। আপনার পোষ্টে এ বিষয়টাও উল্লেখ্য করা উচিৎ ছিল।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৮
বেনামি মানুষ বলেছেন:
আপনাকে কমলা দিলাম।
যদি আপনি এই প্রসঙ্গটা ছাড়েন তবে আস্ত কমলা দিবো, প্রমিজ!
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৬
শাহিন-৯৯ বলেছেন: অনেক সময় অনেকে ব্যাস্ততার জন্য প্রতিউত্তর দিতে পারে না। আবার দেখা গেল অনেক দিন পর ব্লগ অন করে দেখে কিছু মন্তব্য, লেখাটা বেশ পুরানো হওয়ায় প্রতিউত্তর করতে ইচ্ছুক হয় না।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০০
বেনামি মানুষ বলেছেন: বেশি ব্যস্ত থাকলে যতোদূর আমি ভাবি ব্লগে না লেখা ই ভালো, শুধু পড়ুক না কেনো।
আর আপনি যেরকম বলেছেন ব্যাপারটা এরকম হলেও হতে পারতো।
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০২
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ভাইরে, আমি তো সত্য কথা বলেছি, আর আপনি কিনা উল্টা আমাকে ভুল বুঝলেন। কি আর করা, আমি মানুষটাই যে খারাপ।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৩
বেনামি মানুষ বলেছেন: ভুল বুঝেছি বা শুদ্ধ বুঝেছি তা তো কোথাও বলিনি, কমলার কথা বলেছি।
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৫
কানিজ রিনা বলেছেন: ভয়ঙ্কর ছবি, আজ ঘুম হবেনা। তবে কিছু
ব্লগার মন্তব্যের উত্তর দেননা এটা ঠিকনা।
ভাল কথা উপস্থাপন করছেন ধন্যবাদ।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৭
বেনামি মানুষ বলেছেন: ধন্যবাদ দিলাম আপনাকে ও।
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৮
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: যাক, আপনিও একজন নিরাপদ ব্লগার এবং আমিও একজন নিপারদ ব্লগার, তাই আর আমাদের মধ্যে অনিরাপদ কথা না বলা ভাল।
এখন এক গান শুনেনঃ
কাউয়া কমলা খেতে যানে না।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৩
বেনামি মানুষ বলেছেন: আমার কাছে একটা হাসির ভিডিও আছে, কিন্তু দিবো না!
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৯
ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:
হিটলার বলছেনঃ নাক উঁচা স্বভাব ।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৪
বেনামি মানুষ বলেছেন: হিটলার বলছেনঃ নাক উঁচা স্বভাব ।
ট্রাম্প আর পুতিন কিছু বলেনি?
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৯
রিয়াজ মাহমুদ রাতুল বলেছেন: একদম
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৫
বেনামি মানুষ বলেছেন: একদম কী!
৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৬
শিখণ্ডী বলেছেন: এদের স্ত্রীরা আসলে দজ্জাল! স্ত্রীর কাছে ঝাড়ি খেতে খেতে প্রতি উত্তর, প্রতি মন্তব্য করা ভুলে গেছে
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৯
বেনামি মানুষ বলেছেন: দজ্জাল স্ত্রী থাকলে তো মুখে ভাষা থাকার কথা আর প্রতিমন্তব্যে অভ্যস্ত হবার কথা।
১০| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪১
ফেরদৌসা রুহী বলেছেন: কথা ঠিক বলেছেন।
মন্তব্যের জবাব অবশ্যই দেওয়া উচিত।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১২
বেনামি মানুষ বলেছেন: জ্বী, অবশ্যই দেয়া উচিৎ।
১১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৫
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: অনেকেই তো আবার বউ বাচ্চা স্বামী সংসার অফিস নিয়ে ব্যস্ত। উত্তর প্রতিত্তর করার সময় কোথায় পাবে।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৩
বেনামি মানুষ বলেছেন: এতো ব্যস্ত ব্লগার নিয়ে আমরা কি করবো!
১২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৬
ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:
ট্রাম্প বলছেনঃ সীমান্তে বিশাল দেয়াল বানাবো।
পুতিন বলছেনঃ আমার মতের বিরুদ্ধে কেও যেতে পারবে না।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৪
বেনামি মানুষ বলেছেন: তবে হিটালার ই বেঠিক না।
১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৭
প্রামানিক বলেছেন: এদেরকে বলে মন্তব্য কৃপণ।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২০
বেনামি মানুষ বলেছেন: সুন্দর একটা নাম।
এরা মন্তব্য কৃপণ।
১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০৪
চাঁদগাজী বলেছেন:
সঠিক কমেন্ট লেখককে সাহায্য করে, অকারণে কিছু নিয়ে বারবার কমেন্ট করে হইচই লাগিয়ে দেয়াও সঠিক নয়।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১২
বেনামি মানুষ বলেছেন: ঠিক।
১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি অনেক ব্লগার যারা মন্তব্যর উত্তর দেন না, তাদের পোস্ট পড়া বন্ধ করে দিয়েছি...
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৩
বেনামি মানুষ বলেছেন: মন্তব্যের জবাব দেয়া উচিৎ লেখকদের।
১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫৪
সামিউল ইসলাম বাবু বলেছেন:
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৫
বেনামি মানুষ বলেছেন: কিতা বাবু ভাই?
১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:০২
শায়মা বলেছেন: উত্তর না দেওয়া ব্লগারেরা বিরক্তিকর। আমার কাছে হনু টাইপ মনে হয় আর তাই আমার মতে জাহান্নামে বসেই তাদের লেখা ভালো ব্লগে না লিখে।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৬
বেনামি মানুষ বলেছেন: জ্বী, ঠিক বলেছেন।
মন্তব্য প্রতিমন্তব্যের মাঝে ই গঠনমূলক আলোচনা বের হয়ে আসে।
১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২২
মলাসইলমুইনা বলেছেন: যে ব্লগাররা মন্তব্যের উত্তর দেন না আমার মনে হয় তারা মনে প্রাণে লেখক বা লেখিকা হতে চান, ব্লগার হতে নয় | ব্লগারদের মধ্যেকার ইন্টারাকশনটাইতো আসল একটা ব্যাপার |নইলে ব্লগ পড়ার দরকার কি ? বাসায় বা অনলাইনে নিউজ পেপার আর বই পড়লেইতো হয় | কিন্তু দুর্বোধ্য কোনো কারণে ব্লগে কেউ কেউ এই ব্যাপারটাই কেন জানি বোঝেন না বা বুঝতে চান না | মাঝে মাঝে এটা ইনসাল্টিংও লাগতে পারে কারো মন্তব্যের উত্তর না পেলে| আবার উল্টো আরেকটা গ্রূপও আছে আমাদের ব্লগে| কখনো দুইজন ব্লগারের সাথে কোনো পোস্টে দু'তিনবার মন্তব্য প্রতিমন্তব্য করলেই অন্যদের অভিযুক্ত করেন ইচ্ছে করেই বেশি মন্তব্য করে কারো লেখা আলোচিত ব্লগ ক্যাটাগরিতে নির্বাচিত করার হেল্পের | একথা ওই অভিযোগকারীরা বুঝতেই চান না যে অনেকগুলো মন্তব্য আর প্রতিমন্তব্য হতে হলে ওগুলোর ইন্টারেস্টিং আর বুদ্ধিদীপ্তও হওয়া দরকার |এই বুদ্ধিদীপ্ততা না থাকলে দুইজন ব্লগার কখনো একের বেশি মন্তব্য আর তাতে প্রতি মন্তব্য করবেন না | যাক এটাই ব্লগ | হাজার মানুষ, সবার শিক্ষা, কালচারতো এক রকম নয় -যৌক্তিক অযৌক্তিক কথা বার্তা থাকবেই | এটা নিয়ে ততো মাথাব্যাথা হয়নি কখনোই তেমন |শুধু নোংরামিগুলো নিয়ে একটু খারাপ লাগে | সেটা ব্লগ পোস্টে বা মন্তব্যে যেখানেই হোক না কেন |
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭
বেনামি মানুষ বলেছেন: লেখক হতে হলে ও পাঠকদের সাথে যোগাযোগ রাখা দরকার, নাকি?
নোংরামি খারাপ লাগে সবারই, লাগাটা ই স্বাভাবিক।
১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: রিপ্লাই দিতে না পারলে ব্লগিং করতে কে বলছে ওদের। যত্তসব ফালতু ব্লগার। সোজা কিক মেরে বের করে দেয়া দরকার।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৭
বেনামি মানুষ বলেছেন: মন্তব্যের জবাব দেয়া উচিৎ।
আলোচনায় ভ্রাতৃত্ববোধ বাড়ে।
২০| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৮
আল-শাহ্রিয়ার বলেছেন: ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন। কিন্তু সমস্যা হল প্রায় দেখা যায় আপনার পোষ্ট এ আপনি হয়ত যা লিখছেন তা কোন একটি পক্ষের মতের বিরুদ্ধে যায়। আর তখনই শুরু হয় নোংরা খেলা। কিছু কিছু মন্তব্যকারীর মন্তব্য দেখলে মনেই হয় না আমরা সব থেকে ভালো একটি ব্লগের প্রতিনিধিত্ব করি। যুক্তি তর্কের মধ্যে খারাপ ভাষা প্রয়োগ দেখলে খুব খারাপ লাগে। তখন মন্তব্যের প্রতি উত্তর তো দূরে থাক বরং মনে হয় লেখায় মন্তব্য অপশনটিই বন্ধ করে দেই। কখনো তো বাক্তিগত আক্রোশ জনিত মন্তব্য না মুছে উপায় থাকে না। তবে স্বাভাবিক এবং পোষ্টের সাথে সঙ্গতিপূর্ণ মন্তব্য অনেক প্রশ্নের সমাধানে সহায়ক ভূমিকা পালন করে।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩০
বেনামি মানুষ বলেছেন: আপনি যেটা উল্লেখ করেছেন তা কদাচিৎ ঘটে, তাই বলে সর্বসাকুল্যে মন্তব্য না করাটা কেমন দেখায় না?
যারা অপ্রাসঙ্গিক, নোংরা, অশালীন মন্তব্য করে তাদের আটকানোর ব্যবস্থা আছে না?
২১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯
রাজীব নুর বলেছেন: আমি কিন্তু এই দোষ থেকে এখন মুক্ত।
আমি প্রচুর পোষ্ট পড়ি। মন খুলে মন্তব্য করি।
আবার আমার পোষ্টে করা মন্তব্যের উত্তর দেই।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
বেনামি মানুষ বলেছেন: মন্ত্যব এবং প্রতিমন্তব্যের মাঝে ই লেখক পাঠকের সম্পর্ক জোরদার হয়।
২২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯
আল-শাহ্রিয়ার বলেছেন: যারা অপ্রাসঙ্গিক, নোংরা, অশালীন মন্তব্য করে তাদের আটকানোর ব্যবস্থা!! সত্যি নেই। এক সপ্তাহের পূর্বে আমি রিপোর্ট করেছিলাম উচ্চারনের অযোগ্য ভাষা প্রয়োগের বিরুদ্ধে। কিন্তু দুঃখ জনক হল এখন ও সেই মন্তব্য গুলো রয়ে গিয়েছে। সুতরাং ভালো ভাষা দেখলে মন্তব্যের জবাব দেই আর অন্য কিছু হলে মুছে ফেলি। পোষ্ট লেখকের সাথে একমত হলে মন্তব্য করি আর পোষ্টটি আমার মতের বিপক্ষে গেলে মন্তব্য করবার সাহস দেখাই না।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪
বেনামি মানুষ বলেছেন: বেছে বেছে মন্তব্য করা আর মন্তব্য না করার ব্যাপারে বিস্তর ফারাক। আপনি মন্তব্য করেন, কিছু ব্লগার/লেখক আছে যারা উপর্যুক্ত দুই প্রকারের, তারা মন্ত্যব করেন ই না।
২৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছু সেলেব্রেটি ব্লগার আছে যারা মন্তব্য প্রতিমন্তব্য করাটাকে জাত খোয়ানোর মত মনে করেন।
২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫
বেনামি মানুষ বলেছেন: জাত পাত ধরে রাখতে হলে বা জাতে উঠতে হলে পাঠকের সাথে সুসম্পর্ক রাখতে হবে।
অন্যথায় লেখা ই সার হবে, লেখক হওয়া হয়ে উঠবে না।
২৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: পোস্ট পড়লে মন্তব্য করার চেষ্টা করি। না পড়ে করি না।
আমাকে আপেল -কমলা কিছু কি দেবেন?!
২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১
বেনামি মানুষ বলেছেন:
রাজীব নূর ভাইয়ের পাওরুটি আর ডিম। হালকা স্যান্ডউইচ বললে ও ক্ষতি হবে না।
প্রতিমন্তব্য হিসেবে খেয়ে নিবেন।
২৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: আমার জন্য কি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে?
২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
বেনামি মানুষ বলেছেন:
খান, কেমন?
২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২১
সনেট কবি বলেছেন: সহমত!
২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
বেনামি মানুষ বলেছেন: মন্তব্য করলে, জবাব দিলে লেখক পাঠক সম্পর্ক মজবুত হয় এবং লেখক চিন্তার নতুন উপাদান পায়।
ধন্যবাদ।
২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪
শামচুল হক বলেছেন: মন্তব্য করতে অনেকেরই অনীহা।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
বেনামি মানুষ বলেছেন: বের হয়ে আসতে হবে এটা থেকে।
২৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
টেকনাফ টু তেতুলিয়া বলেছেন: কমেন্ট করা লেখকদের কাছে একটা আর্ট।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৩
বেনামি মানুষ বলেছেন: জ্বী। এটা সবে পারে ও না।
২৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার সাথে একমত।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
বেনামি মানুষ বলেছেন: ধন্যবাদ। মন্তব্য এবং এর জবাব লেখককে নতুন কিছু করার বা লেখার প্রেরণা দেয়।
৩০| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মন্তব্য করা কিংবা উত্তর দেওয়া যথেষ্ট কঠিন। পড়তে হয়, বুঝতে হয়। এ জ্ঞান কজনের থাকে?
ভাই, পান-বিড়ি কিছু হবে?
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৬
বেনামি মানুষ বলেছেন:
স্বাস্থ্যকর খাবার খান।
৩১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
পাজী-পোলা বলেছেন: টেকনাফ টু তেতুলিয়া বলেছেন: কমেন্ট করা লেখকদের কাছে একটা আর্ট।
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মন্তব্য করা কিংবা উত্তর দেওয়া যথেষ্ট কঠিন।
আসলে বিষয়টা ঠিক, গঠন মূলক মন্তব্য না থাকলে প্রতিউত্তর করতে ইচ্ছা করে না। লেখা ভালো হয়েছে, দারুণ, ফাস্ট হয়েছি চা দেন এগুলোতে একটা শন্দ ধন্যবাদ দিতে দিতে ধন্যবাদও বিরক্ত হয়ে যায় আর কোন লেখায় মন্তব্য করতে ইচ্ছা করলে সেই লেখার প্রশংসায় সঠিক শন্দ খুঁজে পাই না এতোটাই ভালো লাগে আবার বানান ভুলতো আছেই কোন লেখায় বিরোধী মন্তব্য করলে সেই মন্তব্যে যদি বানান ভুল হয় তো সরাসরি আপনাকে প্রশ্ন ফাঁস জেনারেশনে ফেলে দিবে। বিনিময় প্রথাটাও যথেষ্ট বিরক্তি কর, কারো ভালো লেখায় যদি ভালো মন্তব্য করে আসি তবে আমার লেখা যত বাজেই হোক সেখানে সে ভালো মন্তব্য করে যাবে। মাঝে মাঝে এর বিপরীতটাও হয় তাই ভয়ে মন্তব্য এড়িয়ে যাই।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৩
বেনামি মানুষ বলেছেন: যারা গণহারে এড়িয়ে যায় তারা গঠনমূলক মন্তব্যের ও প্রতিমন্তব্য করেন না।
আপনার কথায় যদি ও যুক্তি আছে তবু ও বলবো ব্লগ একটা আলোচনার জায়গা, সব মন্তব্য পছন্দানুযায়ী পাবেন না।
আপনার বিরুদ্ধে মন্তব্য হবে এটা ই স্বাভাবিক, ভয় পেয়ে এড়িয়ে যাওয়াটা স্বাভাবিক না।
৩২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ আসল কথাটি বলার জন্য
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৫
বেনামি মানুষ বলেছেন: জ্বী, লেখক-পাঠক সম্পর্ক তৈরির জন্য মন্তব্য এবং প্রতিমন্তব্যের দরকার আছে।
৩৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
আহমেদ জী এস বলেছেন: বেনামি মানুষ ,
মলাসইলমুইনা বলেছেন ---- "ব্লগারদের মধ্যেকার ইন্টারাকশনটাইতো আসল একটা ব্যাপার ......অনেকগুলো মন্তব্য আর প্রতিমন্তব্য হতে হলে ওগুলোর ইন্টারেস্টিং আর বুদ্ধিদীপ্তও হওয়া দরকার ..." তার এইটুকুর সাথে একমত হয়ে বলি, অনেক মন্তব্য আর প্রতিমন্তব্যই কিন্তু পোস্ট সম্পৃক্ত নয় । ওগুলো পোস্ট সম্পৃক্ত হলে সেগুলোই ইন্টারেস্টিং আর বুদ্ধিদীপ্তও হতো । কিন্তু এখানকার বেশী সংখ্যক মন্তব্য আর প্রতিমন্তব্য কেবলমাত্র সুড়সুড়ি আর ক্যাচাল মার্কা ।
আল-শাহ্রিয়ার বলেছেন ----- " .............. কিছু কিছু মন্তব্যকারীর মন্তব্য দেখলে মনেই হয় না আমরা সব থেকে ভালো একটি ব্লগের প্রতিনিধিত্ব করি। ................. তবে স্বাভাবিক এবং পোষ্টের সাথে সঙ্গতিপূর্ণ মন্তব্য অনেক প্রশ্নের সমাধানে সহায়ক ভূমিকা পালন করে। " শাহরিয়ার সুন্দর বলেছেন ।
আপনার লেখার মূল বিষয় ব্লগে মন্তব্য-প্রতিমন্তব্য নিয়ে , এই প্রশ্নে ফেরদৌসা রুহীর সাথে সহমত -------------- "মন্তব্যের জবাব অবশ্যই দেওয়া উচিত।"
আসলে টেকনাফ টু তেতুলিয়াই যথার্থ বলেছেন ------- "কমেন্ট করা লেখকদের কাছে একটা আর্ট।"
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৬
বেনামি মানুষ বলেছেন: জ্বী, অবশ্যই উচিৎ।
৩৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
সুমন কর বলেছেন: সহমত।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৭
বেনামি মানুষ বলেছেন:
৩৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১২
অর্ক বলেছেন: মনে কিছু করবেন না, আপনার এই পোস্টটি অত্যন্ত বাজে, অর্থহীন ও পরচর্চায় দুষ্ট এক পোস্ট। এইসব সস্তা হিট সিকিং পোস্ট এই ব্লগের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে! আপনার যাদের এরকম মনে হয়, তাদের পোস্টে মন্তব্য না করলেই পারেন। ষনেক প্রতিষ্ঠিত নেতৃস্থানীয় কবি সাহিত্যিক ব্লগার ব্লগিং করেন এখানে। নাম সবারই জানা। তাঁরা ব্লগিং করেন, তাঁদের সাথে ব্লগিং করতে পারছি, এটাই একটা গর্ব ও সৌভাগ্যের ব্যাপার। নির্ঘাত ব্লগ ছাড়াও তাদের অন্যান্য মাধ্যম আছে, পাঠক শুভাকাঙ্ক্ষীদের যোগাযোগ রক্ষা করার, বা ভাব বিনিময়ের। ওদের কাছে আপনি আশা করতে পারেন, কিছু আড্ডাবাজ নারী ব্লগারদের মতো ৪০০ ৫০০ মন্তব্য আদান প্রদান করবে!
আপনার অধীন, বা আত্মীয় পরিজন ছাড়া অন্য কোনও পরিণত বয়সের কাছে কিছু আশা করবেন না। কেউ যদি মন্তব্যের না দেয়, এটা সম্পূর্ণ তার ব্যাপার। এ ব্যাপারে আরেকজনের কথা বলা খুব নোংর একটি অনধিকার চর্চা। আপনি তো স্কুলের মাস্টারের নীতি নৈতিকতার ক্লাস নিচ্ছেন। এইসব অনর্থক অপ্রয়োজনীয় পোস্টে কাজের কাজ একটাই হবে প্রতিষ্ঠিত লেখক, সাহিত্যিকরারা যারা আছে তাঁরা ব্লগিংয়ের আগ্রহ হারিয়ে ফেলবে আর নতুন কেউ ত্রিসীমায় আসবে না।
ধন্যবাদ।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৪
বেনামি মানুষ বলেছেন: ধন্যবাদ।
আপনার মন্তব্য আপনি পরচর্চার দোষমুক্ত করতে পারেন নি।
৩৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২০
অর্ক বলেছেন: মনে কিছু করবেন না, আপনার এই পোস্টটি অত্যন্ত বাজে, অর্থহীন ও পরচর্চায় দুষ্ট একটি পোস্ট। এইসব সস্তা হিট সিকিং পোস্ট এই ব্লগের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে! আপনার যাদের এরকম মনে হয়, তাদের পোস্টে মন্তব্য না করলেই পারেন। এখানে অনেক প্রতিষ্ঠিত নেতৃস্থানীয় কবি সাহিত্যিক ব্লগার ব্লগিং করেন। নাম সবারই জানা। তাঁরা ব্লগিং করেন, তাঁদের সাথে ব্লগিং করতে পারছি, এটাই একটা গর্ব ও সৌভাগ্যের ব্যাপার। নির্ঘাত ব্লগ ছাড়াও তাদের অন্যান্য মাধ্যম রয়েছে, পাঠক শুভাকাঙ্ক্ষীদের যোগাযোগ রক্ষা করার, বা ভাব বিনিময়ের। ওদের কাছে আপনি আশা করতে পারেন, কিছু আড্ডাবাজ নারী ব্লগারদের মতো ৪০০ ৫০০ মন্তব্য আদান প্রদান করবে! সবার ওই ঘোর বাবুর মতো ব্লগে পড়ে থাকার ইচ্ছা বা সময় কোনটাই নেই।
আপনার অধীন, বা আত্মীয় পরিজন ছাড়া অন্য কোনও পরিণত বয়সের মানুষের কাছে কিছু আশা করবেন না। কেউ যদি মন্তব্যের প্রতি মন্তব্য না দেয়, এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার। এ নিয়ে আরেকজনের কথা বলা বা মন্তব্য দিতে সাজেস্ট করা খুব নোংরা একটি অনধিকার চর্চা ও অসভ্যতা। আপনি তো স্কুলের মাস্টারের মতো নীতি নৈতিকতার ক্লাস নেয়া শুরু করেছেন। এইসব অনর্থক অপ্রয়োজনীয় পোস্টে কাজের কাজ একটাই হবে, প্রতিষ্ঠিত লেখক, সাহিত্যিক ব্লগার যারা আছে, তাঁরা ব্লগিংয়ের আগ্রহ হারিয়ে ফেলবে আর নতুন কেউ ত্রিসীমায় আসবে না। এর আগে দেখলাম মার্কামারা ব্লগার পোস্টে মন্তব্যে নামধাম নিয়ে ব্লগারদের বিব্রত করছেন।
ধন্যবাদ।
*আগের মন্তব্যে ভুল থাকায় মুছে দিন।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১১
বেনামি মানুষ বলেছেন: আগেরটা ও থাকুক তাতে আমার হিটসিকিং সফলতার মুখ দেখবে।
মন্ত্যব করে প্রতিমন্তব্য চাইতে যদি কোনো লেখক আগ্রহ হারিয়ে ফেলেন তবে এই লেখক নিয়ে আমরা কি করবো?
ভিন্ন যোগাযোগ মাধ্যম থাকতে ই পারে, সামু ও একটা মাধ্যম, সেখানে যদি যোগাযোগ করে পাঠক খুশি রাখতে পারে তবে সামুতে নয় কেনো?
ব্যক্তিগত ব্যাপার, এমন ব্যক্তিগত নয় যে এটা নিয়ে কথা বলা অসভ্যতা বা নোংরা একটি অনধিকার চর্চা হবে।
চারশো পাঁচশো মন্তব্য, আড্ডাবাজির ছলে ই হোক, এটা কি ক্রিয়েটিভ না?
ঘোর বাবুর মতো ব্লগে পড়ে থাকতে হবে মন্তব্যের জবাব দিতে হলে?
এই যে দুটি মন্তব্য করেছেন আপনার কতোটুকু মূল্যবান সময় হত হয়েছে?
মন্তব্য না করলে কি এই সময়ে একটা নোভেল নামিয়ে ফেলতে পারতেন? নিদেনপক্ষে একটা কবিতা?
৩৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৪
তারেক_মাহমুদ বলেছেন: নিজেকে সেলিব্রেটি ভাবে হয়তো
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০১
বেনামি মানুষ বলেছেন: হয়তো
৩৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ,পুরাই বিনোদন খাইলাম ।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০২
বেনামি মানুষ বলেছেন: খান, তবে পরিমিত।
৩৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই পোস্টযে আমি পড়ে ফেলেছি,তাইতো অামাকে নিয়ম অনুযায়ী মন্তব্যতো করাই লাগে।
খাবার দাবার কিছু থাকলে আমাকেও কিছু দিয়েন ভাই।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৩
বেনামি মানুষ বলেছেন: খাবার শেষ।
মন্ত্যব করে লেখকদের উৎসাহ দিন।
রিপ্লাই না দিলে এমন মন্তব্য করুন যাতে রিপ্লাই দিতে হয় এবং দিবার আগে ভাবে।
৪০| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
আমি নিয়মিত হতে চেষ্টা করি কিন্তু পারি না। আমার কি হবে বুঝছি না।আপনি কোন উপায় বলে দিন প্লিজ!
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৭
বেনামি মানুষ বলেছেন:
চেষ্টা করে যান।
আদতে কেনো চেষ্টা করছেন শুনি?
আপনার ব্লগিংয়ে আগ্রহ হারায়নি লেখাটা পড়ে!
আমি অর্ক সাহেবকে খোঁচা মারছি না, বলতে গেলে জরিপ করছি।
৪১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭
কালীদাস বলেছেন: অনেক ভদ্রভাবে বলেছেন ব্যাপারটা পোস্টে। এই বালের আগাগুলার সমস্যা কি আল্লাহয় জানে। কয়েকটা চিন্হিত আবাল আছে, এগুলো রেগুলার পোস্ট দেয় ফার্স্ট পেজে, কমেন্টের রিপ্লাই দেয়না কোনদিন। ফর এক্সাম্পল এক োনের কবি আছে প্রতি সপ্তাহে অন্তত একটা বালের পোস্ট দেয় মাঝে মাঝে কবিতা লেখা ছাড়াও। একদিন আবালটার এক পোস্টে বলে এসেছি, আপনি গালি দিলে রিপ্লাই দেন কিনা জানার ইচ্ছা আছে। আবালটা সেটারও রিপ্লাই দেয়নি।
মডারেটরদের উচিত এরকম চিন্হিত আবালগুলোকে জেনারেল বা ওয়াচে পাঠিয়ে দেয়া অন্তত মাস খানেকের জন্য। এগুলোর সংখ্যা অনেক এখন ব্লগে।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০২
বেনামি মানুষ বলেছেন: এভাবে বললে তো তারা আগ্রহ হারিয়ে ফেলবে!
৪২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে একটু দরকার ছিল !! কিছু কথা ছিল.....
২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮
বেনামি মানুষ বলেছেন: জ্বী, বলুন।
আপনার কাজে আসতে পারলে ভালো লাগবে।
৪৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৯
আটলান্টিক বলেছেন: হা হা হা আমি এসে এই পোষ্টের কমেন্টগুলো পড়ে হাসছি।আসলে মাঝে মাঝে দেখা যায় পোষ্টের চেয়ে মন্তব্যের মধ্যেই বেশি আনন্দ থাকে তাই মন্তব্যের উত্তর দেওয়াটা ব্লগারদের জন্য ওয়াজিব। আর যারা রিপ্লাও দেয় না তারা মনে হয় পোষ্ট করে "গাজা" খেতে চলে যায় যার ফলে তাদের পোষ্টগুলোও গাঁজাখোরদের মতো হয়।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭
বেনামি মানুষ বলেছেন: এভাবে বললে তারা আগ্রহ হারাবে!
৪৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬
শায়মা বলেছেন: হা হা হা কালীদাস ভাইয়ার কমেন্ট!
২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪২
বেনামি মানুষ বলেছেন: কমেন্টে ই রাগের পরিচয়।
কালীদাস ভাই কি, জে হো
৪৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: কেউ মন্তব্য করলে অবশ্যই প্রতিমন্তব্য করা উচিৎ।
প্রতি মন্তব্য না করলে যে মন্তব্য করেছে সে আগ্রহ হারিয়ে ফেলে বা কিছুটা অস্বস্তি বোধ করে।
ধন্যবাদ।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭
বেনামি মানুষ বলেছেন: ৩৫ এবং ৩৬ নম্বর মন্তব্য পড়েছেন?
উনার মতে আমাদের কারণে তারা আগ্রহ হারিয়ে ফেলেন।
আমার প্রতি মন্তব্যে উনাকে বুঝাতে পেরেছি কি না সেটা স্পষ্টত বুঝতে পারিনি, কারণ তিনি পরে আর মন্তব্য করেন নি।
৪৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
শায়মা বলেছেন: জে হো কি!
কালীদাস ভাইয়ার সাথে আমি সহমত! ভাইয়া ঠিকই বলেছেন। উত্তর না দিলে লিখতে আসে কেনো ব্লগে!
২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯
বেনামি মানুষ বলেছেন: আপা, জে হো মানে জয় হোক!
আমার কমেন্টে ই রাগের পরিচয় আর ইমোকটিন দেখে ভেবেছিলাম মজাটা ধরতে পারবেন।
পেরেছেন না?
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫২
সোহানী বলেছেন: সহমত!