![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জা।য়ে।দ। হো।সা।ই।ন। লা।কী।
-----------
সিগারেটের দাম বৃদ্ধির কারণে আমার স্ট্যাটাসও কমে যাচ্ছে। সরকার সিগারেটের দাম বাড়ায় ৫০ পয়শা (প্যাকেটে) আর ব্যাবসায়িরা দাম বাড়ায় প্রতি পিস ০১ টাকা। প্যাকেটে বাড়ে ২০ টাকা। আমি এখন কোথায় যাই?! ভাবছি বেনসন সিগারেট ছেড়েদিয়ে আকিজ বিড়ি খাওয়া (পড়তে হবে পান করা) শুরু করবো। মজার বিষয় হলো; একটি বেনসন সিগারেট খেলে আমি সরকারকে ০৩ টাকা ট্যাক্স দিই। সে হিসেবে আমি যদি দৈনিক এক প্যাকেট সিগারেট পান করি, তাহলে আমি দৈনিক ৬০ টাকা সরকারকে ট্যাক্স দিচ্ছি। মাসে দিচ্ছি ১৮০০ টাকা। এই ট্যাক্সের টাকা দিয়ে সরকার পুলিশ পালে। সেই পুলিশ আমার (জনগনের) টাকা খেয়ে আবার আমার বোনেকেই চুলের মুঠি ধরে রাস্তায় পেটায়, ইজ্জত হরণ করে। আমার (জনগনের) টাকায় সরকার চলে আর আমার উপরেই সরকার লাঠি ঘোরায়।
--------------------------------
২| ১৪ ই মে, ২০১৫ রাত ১০:৫৯
জায়েদ হোসাইন লাকী বলেছেন: বলেন কি?
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
জাকারিয়া জামান তানভীর বলেছেন: হা হা, ভালো বলছেন।
যাইহোক, কর বাবদ টোব্যাকো খাত থেকে সরকারের আয় ৩ হাজার কোটি। অন্যদিকে, ধূমপানের কারণে স্বাস্থ্য খাতে সরকারের ভুর্তুকির পরিমাণ ১১ হাজার কোটি টাকা! ধন্যবাদ।