![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জা।য়ে।দ। হো।সা।ই।ন। লা।কী।
---------------------
আমাদের সম্পর্ক গুলি এখন অমিমাংশিত থাক। আমাদের ক্রস ফায়ারের শেষ দিনে আমরা মেতে উঠবো দুজন আদিম সম্ভোগে পদ্মাসন মুদ্রায়। আমরা একে একে খুলে ফেলবো আমাদের শরীরের সব কটি করটি, অস্থি মজ্জা আর মাংসের কিমা। তখন, আমরা দুজন শুধু দুজনের হবো। অতঃপর দুজনে মিলিত হবো আমরা শেষ মিলনে। লোকে দেখে বলবে সবাই; ছি, তোদের এ কী পাপ! আমরা তখন শুধু একে অন্যকে ভালবাসতে থাকবো। তারপরে নাহয় আমাদের ক্রস ফায়ার হয়ে যাক
---------------------
২| ২১ শে মে, ২০১৫ বিকাল ৪:১০
জায়েদ হোসাইন লাকী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বন্ধু সুনয়না
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৫ দুপুর ১:৫৪
সুনয়না্ বলেছেন: অনেক চমৎকার দাদা।