![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
বালিকার মন উপচে পড়ে রাত গলা চাঁদ। সে আমাকে খুন করে নীরব জোছনার ভেতরে। আমার স্নানঘরে এসে সে নারী গোপনে করে দুর্ধর্ষ স্বপ্নপান। আমি তার বুক থেকে চুষে নেই গোলাপগন্ধা ওম। তাঁর টেরাকোটা যৌবন আমাকে মাকাল জাগায় বাষ্পশ্বাস ফাঁদে। প্রতি রাতে তাঁর লোমকূপে ঢুকি আমি এক গোপন সূর্যের চুমোয়। অতঃপর, সে রাধা আমাকে শরীর বিলিয়ে দিয়ে হয়ে ওঠে ত্রস্ত ভুমিবালিকা।
--------------
©somewhere in net ltd.