![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বালিকা, বাইরে এসে দ্যাখো। আকাশে ফুটে আছে অমরাবতী চাঁদ। তোমার আমার আর চাঁদের দ্রাঘিমার দূরত্ব যদিও গ্রিনিচ জানে। আমার অক্ষাংশ জুড়ে আছে শুধু বালিকা তোমার মেহগনি মন। আজ লিপজেল রাতে সব গুলো দরজা টোটাল খুলে রেখেছি আর ফ্রিজের কোটরে জমিয়ে রেখেছি সব টেরাকোটা আঁধারের ভাঁজ। খরগোশ পায়ে পায়ে আজ হ্যালোজেন রাতে, বালিকা আমার মোমঘরে এসো। নয়তো, তোমার জন্য জমিয়ে রাখা; আমার সব এলকোহল যৌবন আজ রাতে খোয়া যেতে পারে! শরীরের রন্ধ্রে চুমো এঁকে দিতে পারে অমরাবতী চাঁদ।
-----------------
©somewhere in net ltd.