নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
বিদীর্ণ জীবনের মেটালিক ভেন্টিলেটরে
হিম কুয়াশার আঁচল ধরে ঝুলে আছি
সময়ের মাঝ পথে।
আমার যা কিছু অনন্ত কামনা যোজন যোজন,
তা তোমার চোখের চাহনিতে
লুকোচুরি খেলে ভোরের বাতাসে।
তোমার প্রেম ছিল যত এতদিন অফুরান,
আমি তার অবাধ্য বোধে ক্রমশ ভাসি
যমুনার জলে।
পথহারা পাখি যেহেতু ফেরেনা ঘরে,
আমি কী করে ফিরে আসি
সময়ের বিরুদ্ধ স্রোতে?
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৩
জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ বন্ধু বিজন রয়।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮
হাবিবুর অন্তনীল বলেছেন: দারুণ
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯
বিজন রয় বলেছেন: যদিও কবিতায় ইংরেজী-বাংলার মিশেল আমার ভাল লাগেনা, তবু বলি প্রথম প্যারার পর থেকে ভাল লেগেছে।