নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
কিছু মানুষকে ভুলতে কিছু দিন সময় লাগে, থেকে যায় শুধু ফেলে যাওয়া পালকের ওম। স্মৃতিগুলোকে পোড়া কাবাব বানিয়ে উনুনে চড়িয়ে রেখেছি। তোমার নরম পেলব মন; আজ হয়েছে যেন পাথরের কিমা। ফিরে আসবে না বলেইতো ভুলে যেতে সময় লেগে যায়।
পরিত্যক্ত মৈথুনে গলে যায় পাললিক প্রেম, তোমার শরীর থেকে ক্রমাগত খসে পড়ে পরিযায়ী পাখির কার্পাস পেখম। বোধের আকাশে ওড়ে অবাধ্য পালক। আমার বিব্রত দুঃখগুলো বেড়ে ওঠে রোজ পালিত রোদ্দুরে
(নতুন কবিতা)
১৬/০৩/২০১৮
১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৪
জায়েদ হোসাইন লাকী বলেছেন: হুম
২| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল লিখেছেন।
৩| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৫
গুবরে পোকা বলেছেন: ভালোই বললেন।
৪| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১০
রাজীব নুর বলেছেন: ভাল লাগোল।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাক,
বাংলাদেশ ৬ মেরে জিতল।