নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
প্রিয়তমা,
বৈশাখের প্রথম দিনে তোমার মুঠোফোন কেন বন্ধ?
আমাদের প্রেমেও চলছে কী তাহলে পারমানবিক দ্বন্দ!
নতুন বছরে সব অভিমান ভুলে ফোনটি একবার খোলো।
কল না দাও অন্তত এসএমএসএ শুভ নববর্ষ' বলো!
২| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫২
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
"শুভ নববর্ষ"
৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৩
শাহিন বিন রফিক বলেছেন:
চার লাইন কবিতায় চার থালা মিষ্ঠি।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৮
আবু আফিয়া বলেছেন: বাংলা নববর্ষ উপলক্ষ্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, নতুন বছর সবার জন্য শান্তিময় হোক।
৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ নববর্ষ।।
আপ্নার পোস্টগুলো ম্যাওপ্যাও ধরনের কেন?
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২
জায়েদ হোসাইন লাকী বলেছেন: আমার পোস্টে বাল ফালাইতে আসেন কিল্লাই? আপনার অতি মূল্যবান পোস্টে তো আমি যাই না, বাপ
৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি নাকি সংবাদকর্মী। তাই একটু বাজিয়ে দেখলাম।
সংঘাত নয়, বন্ধুত্ব করলাম।।
আপনাকে যাইতে নিষেধ করেছে কে?? পড়ে, বুঝে মন্তব্য করতেও একটা ঘিলুর দরকার হয়। সেটা বুঝেন??
শান্তি, শান্তি।।
১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৪
জায়েদ হোসাইন লাকী বলেছেন: আমার ঘিলু আছে আপ্নারে কইছে কে? আমার ফেসবুক আর গুগলে আমার নাম লিখে সার্চ দিলে বুঝবাইন আমার মাথায় কত গোবর! বড় লেখক মন্ডল সাব
৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আসসালামু আলাইকুম, শ্রদ্ধেয় জায়েদ হোসাইন লাকী ভাই।।
ধরা খাইলাম। গোবর তো দেখি আমার কাছেই। দোয়া করবেন দু-একটা পদ্মফুল ফোটে যেন।।
সন্ধির প্রস্তাব।।
১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪১
জায়েদ হোসাইন লাকী বলেছেন: আই লাভ ইউ বাপ
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫২
কাওসার চৌধুরী বলেছেন:
পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।
................শুভ নববর্ষ।
...................আমার ব্লগে স্বাগতম।