নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
এখনো কত কাজ জমা পড়ে আছে
তোমার জন্য এখনো জমা হয়ে আছে
কত প্রেম।
অথচ, আমি আজ ডুবে আছি
জীবনের লেনদেনে।
সব প্রেম ফুরাবে একদিন,
আকাশে ছুঁড়ে দিব অচ্ছুৎ জীবন
সময়ের অন্তরীক্ষে নিজেকে বিলিয়ে
ক্রমশ হয়ে উঠবো দূরের মানুষ।
জীবনের সব ঋণ শোধ করতে পারিনি
পৃথিবীর কাছে
তোমার কাছেও আমার জমে থাকা
অসমাপ্ত প্রেম।
শুধু, তোমার মুখোমুখি একটু বসার সময়
আমার আর হলো না, প্রিয়তমা
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৪
জায়েদ হোসাইন লাকী বলেছেন: তা ঠিক
২| ১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১০
শাহারিয়ার ইমন বলেছেন: কাউকে উদ্দেশ্য করে লিখেছেন ?
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৪
জায়েদ হোসাইন লাকী বলেছেন: তা তো বটেই!
৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এটা কি হলো? ছবি কেন? তারপরও একটা বিশ্রী ছবি!!!
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৫
জায়েদ হোসাইন লাকী বলেছেন: আমার চেহারাটাইতো বিশ্রী ছবি আর কত ভালো হবে বলুন?
৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: কবি আপনি পুরোপুরি সুস্থ হয়েছেন তো?
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৬
জায়েদ হোসাইন লাকী বলেছেন: না গো রাজীব দা
৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩২
আরইউ বলেছেন: ছবিটা লেখার সাথে কিভাবে প্রাসংগিক জায়েদ!
৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনি আপনাকে নায়ক নায়ক ভাবছেন মোটেও কিন্তু তা নয়। চিপতো আরো বিশ্রী। নিজের ছবি পরিহার করুন।
১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
জায়েদ হোসাইন লাকী বলেছেন: আমার ব্লগে আমি বাল ফালাই, আপনার সমস্যা কি, বাপ? আপনার নিজেরই তো কোনো পরিচয় নাই আবার অন্যরে জ্ঞান দিতে আসে।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০০
সোহাগ তানভীর সাকিব বলেছেন: মুখোমুখি বসার সময় না হলেও মন থেকে কিন্তু প্রেম মুছে যাবে না। কারণ প্রেমে পড়া যত সহজ তার চেয়ে হাজার গুণ কঠিন মনে মানুষকে ভুলে যাওয়া।