নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
শুক্কুরবারে তোর দোকানে বসে জম্পেস আড্ডা দিতাম, রিপন। সেদিন গুলান কোথায় যে হারায়া গেলো? আইজকা শুক্কুরবার ঢাকায় আমার কোনো কাম নাই, অফিস নাই, আড্ডা নাই, আসলে আমার কোথাও কেউ নাই।
তোরে খুব মিস করি, গোপালগঞ্জ খুব মিস করি, মুকসুদপুর খুব মিস করি, নগরকান্দা খুব মিস করি, ভাঙ্গা সাইফুলের মালাই চা খুব মিস করি, চাঁদহাট আর গজারিয়া বিশ্বরাস্তার মোড় খুব মিস করি, আরেক জনকেও খুব মিস করি!
শুক্কুরবারে আমি শুধু অনেকরে আর অনেক কিছু মিস করি। এছাড়া আমার আর করার কিছুই নাই !
২| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:৩২
Sifat khan বলেছেন: ওরে ভাই....আপনার পোস্ট দেইখা আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না
৩| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:৪০
রোকনুজ্জামান খান বলেছেন: এত এতত মিস যেহেতু করতেছেন সেহেতু একবার চলেই যান না বন্ধুর কাছে ।
আমার নতুন গল্প...।
সময়ের প্রয়োজন পর্ব ১
দয়া করে একবার ঘুরে আসবেন ।
লিংক...
http://www.somewhereinblog.net/blog/rkrokon143/30242516
৪| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটাই তো জীবন। জীবন চলে জীবনের গতিতে।
৫| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: কাম কাজ না থাকলে বই পরেন।
সময় অপচয় করা ঠিক না।
©somewhere in net ltd.
১| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:২২
শায়মা বলেছেন: কোথাও কেউ নাই আবার অনেক কিছুই নতুন করে হয়েছে ভাইয়া......
মানুষ হারানো জিনিসগুলা মনে রাখে প্রাপ্তি গুলা কম কম মনে পড়ে অতীত না হওয়া পর্যন্ত .........