নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
ডোম এখনো ছোঁয় মৃত যুবতীর ঠোঁট!
যদিও, প্রযুক্তির ইবলিস গুগলে ভর করে
দিনভর সভ্যতাকে করে ন্যুব্জ ধর্ষণ।
যৌবন এখন হয়ে উঠেছে বেশ প্রযুক্তিনির্ভর
পরাবাস্তব বৃষ্টিতে ভিজি আমি আকাশের কোলাজ দেখে
যেতে যেতে দূরে অন্ধকারে ডুবতে বসেছি
ভায়োলেন্সের চূড়া থেকে দূষিত জল গড়িয়ে পড়ে
শরীরে তৈরি হচ্ছে যান্ত্রিক মেদ; কষ্টের পিরামিড
চোখ মেললেই চতুর্দিকে দেখি কেবল
নষ্টে-ভ্রষ্টে মোড়া উত্তরআধুনিক মনুষ্য মর্ত্যকীট।
পৃথিবীর আয়ুষ্কাল বেড়ে মনে ধরে ঈশানের পচন
পৃথিবীর গড় আয়ু থেকে মানুষের পাপের আয়ু অনেক দীর্ঘ
সময়ের জীবাশ্মের উপরে হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গিয়েছি
নরকের চতুর্থ গলিতে, রোদনভরা যুগে
সুসময়ের বড় আকাল এখন।
২| ২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:১৬
চাঁদগাজী বলেছেন:
গাধার ব্যাপারে আপনার অনুধাবন ঠিক আছে
৩| ২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: পড়লাম।
৪| ২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:৫১
রাজিব হোসেন পানি বলেছেন: পড়লাম।ভালো লাগলো
৫| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:২৬
সিগন্যাস বলেছেন: কি লিখেছেন আপনিই জানেন
৬| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:১৬
লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল।
৭| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৩
কাইকর বলেছেন: সুন্দর ++
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৮ সকাল ৮:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অন্য স্বাদের কবিতা। পড়ে ভালো লাগলো। শুভ কামনা।