নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
এবার দেশে চুমুবন্যা হবে
সে বন্যার উত্তাল শ্রোতে ভাসতে ভাসতে
তুমি আর আমি পৌঁছে যাব এক অচেনা শহরে
যেখানে রোজ চুমুবৃষ্টি হয়
আমাদের প্রগাঢ় চুম্বনে সে শহরে জন্ম নিবে
একটি অদ্ভুত সূর্যমুখীর গাছ
গাছটি সূর্যের দিকে তাকিয়ে
প্রতিদিন সকালে ছড়াবে অসংখ্য চুম্বন রেণু
আমাদের সময়গুলো হয়ে উঠবে তখন খুব
চুম্বনময় ক্রিসেনথিমাম।
২| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: চুম্বন চুম্বন চুম্বন
৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: শিশুদের চুমু দিতে ইচ্ছা করে। কিন্তু কোনো মেয়েকে না।