![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার একটি চুম্বন পেলে
আমার অ্যালকোহলের প্রয়োজন পড়ে না।
চুমোটি যদি হয় অসমাপ্ত; তখন আমার
শরীরে বাসা বাঁধে নিকোটিনপরী
তুমি যদি একবার বলো ‘ভালোবাসি’
তাহলে তিনটি শীতের বছর
কম্বলবিহীন উষ্ণতায় পার করে দিতে পারি
আর, তুমি যদি ভালো নাই বাসো
তবে আততায়ীর হাতে খুন হয়ে যেতে
আমার মোটেও আপত্তি নেই
২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৪
ভ্রমরের ডানা বলেছেন: মোটেও আপত্তি নেই....
৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৪
ল বলেছেন: শুভ কামনা!
৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:০০
হযবরলঃ বলেছেন: চুমু খেতে কি পয়সা লাগে? না হলে ফতুর হতে হবে কেন?
২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০২
জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাগে তো বটেই! সিগারেটে চুমু, কফিতে চুমু, মদের বোতলে চুমু আর প্রেমিকার ঠোঁটে চুমু সব খানেই ইকোনোমি জড়িত ! খিক খিক খিক
৫| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তাই নাকি?? ভালো।।। চুমুতে আছে ভাইটামিন
৬| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১:২২
ইব্রাহীম আই কে বলেছেন: চুমু খেতে খেতে ফতুর হয়ে যেতে চাই।
ভালবাসার চুমু হলে সমস্যা নেই, কিন্তু যদি অন্য কিছুর হয় তবে সেটা আপনাকে ফতুর করেই ছাড়বে। না চাইলেও!
২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৪
জায়েদ হোসাইন লাকী বলেছেন: ঠিক ধরেছেন দাদা ! সিগারেটে চুমু, কফিতে চুমু, মদের বোতলে চুমু সব ফতুর করে দেয়
৭| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৫
জসীম অসীম বলেছেন: অনেকদিন পর এমন একটি কবিতা পাঠ করলাম যে, প্রাণ ভরে গেল। এমন কবিতার কবিকে অভিনন্দন না জানানো রীতিমত অসভ্যতা। শুভেচ্ছা রইলো অব্যাহত। চুমো পেলে যে অ্যালকোহলের আর প্রয়োজনই পড়ে না, এ কথা আগে কোনোভাবেই আমার জানা ছিল না।
২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৪
জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ দাদা
৮| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা ফতুরে চুমু খাওয়া।
৯| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ৭:০২
চাঁদগাজী বলেছেন:
কমপক্ষে দাঁতগুলো পরিস্কার রাখিয়েন!
২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৬
জায়েদ হোসাইন লাকী বলেছেন: আমি কয়লা খাই নাই দাদা চাঁদগাজী
১০| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৫
নীল আকাশ বলেছেন: আমি কবিতা পড়ি না ব্লগে। এই প্রথম কবিতা পড়লাম এবং ভালো লেগেছে। ছবির মতো যদি এইরকম যদি গার্লফেন্ড থাকে তা হলে শুধু অ্যালকোহল কেনো কোন কিছুর ই প্রয়োজন পরবে না ।
২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৬
জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ দাদা
১১| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: আহা !!
১২| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২২
দিলের্ আড্ডা বলেছেন: ভাই মারাত্নক লিখছেন।
১৩| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩
এ.এস বাশার বলেছেন: সুন্দর!!! +++++
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪০
...নিপুণ কথন... বলেছেন: হা হা হা