নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী
স্ত্রীর প্রতি বাধ্য থাকতে গেলে অনেক
হুরপরী বৃথা যায় !
পুরুষের প্রতি অনুগত থাকে গুণবতী নারী।
রমণীর দেহের স্বাদ; শরীরের দুর্লভ উন্মাদনা
সত্তার গভীরে স্নাত হয় সে নির্জনে
মনের ইজেলে খোঁজে পুরুষ পূর্ণদেহ নারী
সময় আমার ইচ্ছার ইতিবৃত্ত ক্রোক করে গোপনে
অতঃপর রাতের আঁধারে বিলুপ্ত হই স্বপ্নের ভেতরে
আমাকে চোখের আড়ালে রেখো না তুমি
হে আমার প্রিয়তমা সূর্যস্পর্শা জায়া
তাহলে, নারীর শরীরের মাংসল আবর্ত আর
আমার যৌবনের লোলুপ সম্ভোগের শব্দ
তোমাকে করে দেবে অনেক দূরের মানুষ।
আমি শুধুই তোমার প্রতি অনুগত থাকতে চাই।
২| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১৫
ইফতেখার ভূইয়া বলেছেন: এক নারীতে আজীবন অনুগত থাকা সত্যিই কঠিন ব্যাপার। সেটা সত্যিকার অর্থে ক'জন পুরুষ পারে সেটা আসলেই ভাবনার বিষয়। তবে ব্যাপারটা অসম্ভবও নয়। প্রয়োজন পারস্পারিক ভালোবাসা, শ্রদ্ধা আর অটুট বিশ্বাস। ধন্যবাদ।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: হুরপরীর কথা ভুলক্রমেও চিন্তাও করিবেন না জনাব - তাহা হইলে আপনার খবর আছে |
৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৬
রাজীব নুর বলেছেন: আপনি একজন আধুনিক কবি। তবে দরিদ্র দেশে কবিতা লিখে লাভ নাই।
৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫১
নীল আকাশ বলেছেন: ভাবীর অভিমান ভাংগানোর কবিতা। ভাবী কত দিয়েছে ১০ এ?
বিবাহিত জীবনে ২ জনের মধ্যে এই বিশ্বাসটুকু না থাকলে এর চেয়ে লিভ টুগেদার করা ভালো, কোন দায়িত্ব থাকে না.......।
শুভ সকাল, প্রিয় কবি।
৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
নাহ, স্বাধীন জীবন ই ভাল । বিয়ে শাদী আমার জন্য না ।
আপনাদের দুই জনের জন্য শুভ কামনা ।
অভিমান ভাংগছে?
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোবাসা বেচে থাকুক পবিত্র হয়ে। ধোঁকা নামক শব্দ দূরে চলে গেলেই খুশি