নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী। facebook.com/Lucky.Jayed.Husain

জায়েদ হোসাইন লাকী

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী

জায়েদ হোসাইন লাকী › বিস্তারিত পোস্টঃ

যখন আমার বাইক ছিলো তখন আমি অনেক বিয়ের দাওয়াত আর প্রেমের অফার পেতাম !

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১

দীর্ঘ ১৩ বছর ঢাকা (মৌচাক, যাত্রাবাড়ী) চাঁদপুর (হাজীগঞ্জ) লক্ষ্মীপুর (রামগঞ্জ) ফরিদপুর (ভাঙ্গা, নগরকান্দা) বাইক চালিয়ে অফিস করেছি !

অফিসের কাজে আমি ৩ টি বাইক (ঢাকায় ২ টি, চাঁদপুরে ১টি) ব্যবহার করেছি আর আমার পার্সোনাল ২ টি এবং আমার ছোট ভাইয়ের ২ টি মোট ৭ টি বাইক ছিলো। আমি মূলত একজন বাইকার। বাইক চালাতে খুব ক্রেজি ফিল করি। ১৯৯৩ সালে কলেজ সংসদে 'জিএস' পদে ইলেকশন করার সময়ও আমার একটি ইয়ামাহা বাইক ছিলো (তখন হাতে গণনা করা কয়েকটি বাইক ছিলো এলাকায়) বর্তমান চাকুরীতে আসার পরে পাইকার ভাবে বাইক গুলো আমাকে ছেড়ে বা বিক্রি করে আসতে হয়েছে। আমার একটি বাইকের নাম ছিলো রাজা, আরেকটির নাম ছিলো বাদশা। চাঁদপুরে যে বাইকটি চালাতাম সেটার নাম ছিলো বিদিশা, কারণ এটা চালালে আমি দিশা হারিয়ে ফেলতাম। বাইকে করে আমার অনেক কলিগ, বস, আত্মীয়, বন্ধু, আর প্রেমিকাদের নিয়ে ঘুরেছি! খুব মিস করি আমার সেই বাইক গুলোকে আর আমার বাইকের পিছনে বসা আমার বন্ধু, কলিগ ও প্রেমিকাদের। যখন আমার বাইক ছিলো তখন আমি অনেক বিয়ের দাওয়াত আর প্রেমের অফার পেতাম। এখন আমি রিক্সায় ঘুরি, অনেকেই রিক্সায় বসে প্রেম করতে চায় না। এখন আমি বাইক ছাড়াই অফিসে যাই, আসি। আমার প্রেমও এখন যায় আর আসে!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: এখন কাওয়াসাকি কিনুন :)

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০১

জায়েদ হোসাইন লাকী বলেছেন: রিকশা কিনুম !

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৪

অপ্‌সরা বলেছেন: ভাইয়া হাসতে হাসতে মরলাম তোমার বাইক কাহিনী পড়ে।

ভাইয়া কতগুলা প্রেমিকা ছিলো তোমার???

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১১

জায়েদ হোসাইন লাকী বলেছেন: হাহাহাহাহাহা তুমি সহ ৬৪ জন !!

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১০

মিজভী বাপ্পা বলেছেন: অটো কিনতে পারেন ;) দু পয়সা ইনকাম হবে, রোমান্স ও হবে B-)

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১২

জায়েদ হোসাইন লাকী বলেছেন: না, আরেকটা বাইক কিনা "পাঠাও' না "উঠাও' না কি যেন আছে, হেইডা চালামু!

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৩

অপ্‌সরা বলেছেন: আমি তো তোমার বাইকে উঠিনি!!!! :(

তাইলে কেমনে হলো! #:-S

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৪

জায়েদ হোসাইন লাকী বলেছেন: মনে মনে কলা খাইলাম আর কি!! খিক খিক খিক

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমিও আমার বাইক বিক্রি করে দিয়েছি । :( :( :((

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২২

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া পাঠাও উঠাও জ্বালাও পোড়াও এসবই কেনো..... সেখান থেকেও প্রেম এসে যেতে পারে।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯

জায়েদ হোসাইন লাকী বলেছেন: হুম ! তুমি উঠবা আমার পিঠে আর আমি তোমারে "পাঠায়া" দিমু বাইকে কইরা বাসায়!

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

আলমগীর কাইজার বলেছেন: ভালো লাগলো বাইকের গল্প। তবে রিক্সায় চড়ার মজাই আলাদা। শুভকামনা রইলো।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

অপ্‌সরা বলেছেন: আরে না তার থেকে তুমি আমার উবারে উঠো। আমি ড্রাইভ করে তোমাকে পাঠাও সহ বাসায় পাঠায় দিয়ে আসবো! :)

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৪

রাজীব নুর বলেছেন: বাইক কেন্দ্রীক প্রেম সস্তা প্রেম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.