নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Let there be light

আমরা কিছুই বিশ্বাস করবনা সেইসব সত্যসমূহ বাদে, যা প্রকৃতি আমাদের সামনে উপস্থাপন করে এবং আমাদের ভুলপথে পরিচালিত করেনা।

জেহোভা সাংক্টাস উনাস

I don’t know what I may seem to the world, but as to myself, I seem only to have been like a boy playing on the sea-shore and diverting myself in now and then finding a smoother pebble or a prettier shell than ordinary, whilst the great ocean of truth lay all undiscovered before me

জেহোভা সাংক্টাস উনাস › বিস্তারিত পোস্টঃ

ব্লগার শোন,যদি জামাতের কাছে হারতে না চাও তবে শাহবাগ ছেড়ে গ্রামে যাও।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪১

দেশের খুব অল্প সংখক মানুষ অনলাইন বোঝে। যারা বোঝে তারা এমনিতেই জামাত শিবিরের কুকীর্তি গুলো যানে। যারা জানে তাদের নিয়ে এই যুদ্ধাবস্থায় শাহবাগে আন্দোলন করে জামাত প্রতিরোধ করা যাবে না। গ্রামাঞ্চলের সল্প শিক্ষিত মানুষদের জামাত শিবির যা বোঝায় তাই বুঝে। এরাই জামাত দ্বারা মগজ ধোলাই হয়,জামাতিদের জন্য ভাংগচুর করে,যুদ্ধাপরাধীদের জন্য জীবন দেয়,পাশের ভিন্নধর্মী কারো বাড়িতে হামলা হলে প্রতিবাদ না করে চুপ করে দেখে।

তাই ব্লগার,দেশের আনাচে-কানাচে দলবদ্ধভাবে যাও এবার শাহবাগ ছেড়ে। দেশের সরল মানুষগুলোকে জানাও কি কুকীর্তি জামাত করেছিল ৭১ এ। কি তারা করছে এখন। কিভাবে তারা ইসলামকে ধ্বংস করছে। তারা কি কি মিথ্যা প্রচারণা চালাচ্ছে। অনলাইনে না চিল্লিয়ে এবার সবাই মিলে গ্রামে-মফষ্সলে চলো। নইলে জামাতকে প্রতিরোধ করতে পারবা না। জামাত মিথ্যা প্রচারণার স্পেশালিস্ট। সত্য প্রচার শুধু ঢাকায় আন্দোলন করে করতে পারবা না ব্লগার। সবাই এক হও। পরিকল্পনা করে জামাত প্রতিরোধ করো। মাথা গরম করে হুজুগে কিছু করার দিন শেষ হয়ে গেছে। এটা যুদ্ধাবস্থা। মাথা খাটাও। ঘরে ঘরে দূর্গ তৈরিতে সাহায্য করো। ঢাকার বাইরের জনগনের কাছে যাও।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি হয়ত জানেন না, শাহবাগ আন্দোলনের পরবর্তী কর্মসূচী খুব শীঘ্রই আসছে। দেশের সব বিভাগ ও বড় বড় জেলা গুলোতে মহাসমাবেশ হবে। আর এমনিতে তো সমাবেশ চলছেই সারাদেশে।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

জেহোভা সাংক্টাস উনাস বলেছেন: দ্রুত করতে হবে। ধীরে চলার সময় নাই। অতিরিক্ত সময় শাহবাগ থাকা হয়েছে।

২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪৪

কিংব্লগার বলেছেন: তাই

৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪৬

যোগী বলেছেন: যারা ব্লগে বা শাহবাগে আছে তারা অত্যন্ত সচেতন
তারা ঠিকি নিজ নিজ গ্রমের সাথে যোগাযোগ রেখে চলেছে।
ইভেন আমরা যারা দেশের বাইরে আছি তারাও

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪৯

জেহোভা সাংক্টাস উনাস বলেছেন: একা গেলে হবেনা। দলবদ্ধভাবে যেতে হবে। শাহবাগ সব জয়গায় ছড়িয়ে দিতে হবে।

৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:০১

নিরব বাংলাদেশী বলেছেন: "রাজাকারের ফাসি চাই" - স্বাধীনতার সপক্ষ শক্তি
"রাজাকারের বিচার চাই" - সন্দেহজনক শক্তি
"সকল দলের রাজাকারের ফাসি চাই" - ১০০% স্বাধীনতার বিপক্ষ শক্তি

৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:০৫

মশার কয়েল বলেছেন: ভাই, আমি সত্যি দুঃখিত। অত্যন্ত বিনিত ভাবে আপানার কাছে ক্ষমা চাচ্ছি। আমি আসলে আপনার লেখার শিরোনাম দেখে আমি আমার হিতা হিত জ্ঞান হারিয়ে ফেলেছি, তাই তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ঐ কমেন্টটি পুরো লেখা না পরে লিখে ফেলেছি। আশা করি আমার অবস্থান আমি বুজাতে পেরেছি।
যদি পারেন, উপরের কমেন্ট খানা ডিলেট করে দিয়েন।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৪

জেহোভা সাংক্টাস উনাস বলেছেন: না রে ভাই রাগ করি নাই। আমাদের সবারই এখন মন মেজাজের অবস্থা ভাল না। এইটুকু ভুল হতেই পারে। ব্যাপার না।

৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:১৫

rafiq buet বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি হয়ত জানেন না, শাহবাগ আন্দোলনের পরবর্তী কর্মসূচী খুব শীঘ্রই আসছে। দেশের সব বিভাগ ও বড় বড় জেলা গুলোতে মহাসমাবেশ হবে। আর এমনিতে তো সমাবেশ চলছেই সারাদেশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.