নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

একটি খাসি, কেড়ে নিলো অনেকের জীবনের হাসি !

০৬ ই জুন, ২০২৫ সকাল ৯:২৯


গতবছরের জুন মাস ছিলো অতি ঘটনাবহুল। একের পর চমকপ্রদ ঘটনা ঘটছিলো দেশের ভিতর। সামুর সবচাইতে বিতর্কিত ব্লগার তখন সোনাগাজী নিকে লিখতেন। এখন তিনি অন্য নামে লিখেন। যাই হোক, গতবছরের জুন মাসের তুলনায় এই বছরের জুন মাস খুবই সাদামাটা ও বোরিং ভাবে কাটছে। ড. ইউনূস ও দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সাপ-লুডু খেলা চলছে। আল্লাহর নামে একদল রগ কাটা শুরু করেছে। উহাদের আবার কসাই হিসাবে অনেকে অনলাইন থেকে হায়ার করতে চাইছে। স্বৈরাচারী শেখ হাসিনাকে কোনো গোরুর মালিক গিফট করতে পারছেন না কারণ তিনি ভারতে পলাতক আছেন। উহার শূণ্যস্থান পূরণ করতে এগিয়ে এসেছেন খালেদা জিয়া। এক গোরু ব্যবসায়ী খালেদা জিয়াকে 'কালা মানিক' নামে ষাড় গিফট করতে চান। খালেদা জিয়া উনাকে মানা করে দিয়েছেন। এবারের কোনো ঘটনাই গতবছরের ঘটনার তুলনায় এতটা আপিল সৃষ্টি করতে পারছে না। গতবছর আসলে কি ঘটেছিলো পুরো জুন মাস ধরে?

এনবিআরের কর্মকর্তা মতিউরের ছাগল কান্ড : কোনো এক সন্ধ্যায় টিভি দেখছিলাম বাসায় বসে। হটাৎ দেখি সাদেক এগ্রোতে এক ছেলে বিশাল ছাগল সাথে নিয়ে ছবি তুলছে। ছাগলের দাম ছিলো প্রায় পনেরো লক্ষ টাকা। এই ছাগলের কি এমন গুণাগুণ তা জানতে অধীর অয়াগ্রহে পুরো সংবাদ দেখার চেষ্টা করলাম। ছাগলটি উচ্চ বংশীয় ছাগল। উহা আপেল, দুধ ও কলা ছাড়া কিছুই গ্রহণ করে না। যে ছেলে ছাগলের সাথে ছবি তুলেছে সে এগারো লাখ পর্যন্ত দাম করেছে ছাগলটির। যখন টিভি দেখি তখন হাতে আমার মোবাইলও থাকে। সোশ্যাল মিডিয়ায় উচ্চবংশীয় ছাগল নিয়ে কোনো এক্সট্রা ইনফো পাই কিনা দেখার চেষ্টা করলাম। ঢাবি ছাত্র সায়েদ আব্দুল্লাহ নাকি খুজে বের করেছে যে ছেলে এই ছাগলের সাথে সেলফি তুলেছে উহার বাপ এনবিআর কর্মকর্তা মতিউর। কিভাবে তিনি এত বড়ো ছাগল কিনতে পারেন, আয়ের উৎস কোথায় এসব নিয়ে প্রশ্ন তুলেছে সায়েদ আব্দুল্লাহ । এই ঘটনা থেকে ইতিহাস বদলানো শুরু !

রাসেল ভাইপার: এই সাপের হটাৎ করে আনাগোনা বেড়ে যায়। গ্রামে গঞ্জে কৃষকেরা সমানে রাসেল ভাইপার মারা শুরু করে। যারা সব কিছুতে ভারতের ষড়যন্ত্রের গন্ধ খুজে পান উহারা দাবী করে ভারত নাকি বর্ডারে ছেড়ে দিয়েছে রাসেল ভাইপার। যারা সচেতন ব্যক্তি তারা বরাবর বলে আসছিলেন মিডিয়ার ডাইভারশন টেকনিক মনোযোগ সরানোর। কারণ সে সময় আম্লিক সরকার বিভিন্ন ঘটনার কারণে বেকায়দায় পড়েছিলো।

আবেদ আলীর গ্যাং : সাধারণ শিক্ষার্থীদের মনে এপ্রিল মাসে থেকেই তুষের আগুন জ্বলছিল। কারণ ৪৬ তম বিসিএস প্রিলি প্রশ্ন অত্যন্ত নিম্নমানের ও ভুলে ভরা ছিলো। তার জন্য অনেকের রেজাল্ট আসেনি। এদিকে চ্যানেল টুয়েন্টি ফোরের সাংবাদিক ইমরান তার অনুসন্ধানে দেখিয়েছে ৪৬ তম বিসিএস প্রিলি, রেলের সহকারি প্রকৌশলী সহ প্রায় শতাধিক প্রশ্ন ফাঁস হয়েছে যার নেতৃত্বে ছিলো আবেদ আলী সহ আরো নয়জন। ২০০৯-২০২৪ সাল পর্যন্ত সমানে তারা প্রশ্ন ফাঁস করেছে। অন্তত শতাধিক ব্যক্তি ফাঁস হওয়া প্রশ্ন মুখস্ত করে ছক্কা মেরেছে। যারা রাতদিন পড়ার টেবিলে বসে থাকে তাদের হাতে হ্যারিকেন। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে যা সবশেষ সরকার পতনের আন্দোলনে বিরাট ফুয়েল হিসাবে কাজ করে। আবেদ আলীর ছেলে আবার ছাত্রলীগের নেতা। মানুষের মধ্যে দেদারসে কুরবানির মাংস বিলান। এসব ভিডিও ভাইরাল হলে সাধারণ মানুষও ক্ষেপে যায়।

উপরের ঘটনাগুলো শেখ হাসিনা ও আম্লিক সাম্রাজ্যের পতনের ইন্ডিকেটর ছিলো। সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে তখন বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলছিল। একদিকে মানুষের জীবন যাত্রার ব্যয় বেড়েই যাচ্ছিলো অন্যদিকে আম্লিক সরকার ও উহার ল্যাস্পেন্সারদের অসৎ উপায়ে বিলাসী জীবনযাপন দেখে সবাই মন মনে পতন কামনা করেছিলো।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২৫ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: একটু সংশোধন করে নিবেন।
চাঁদগাজী বিতকির্ত ব্লগার নন। চাঁদগাজী সামুর প্রান।
ইতিহাসের সেরা ব্লগার। সামু ব্লগ গর্ব করতে পারে, চাঁদগাজী এমন একজন ব্লগার।

ক্লিয়ার?

০৬ ই জুন, ২০২৫ সকাল ১০:১১

সৈয়দ কুতুব বলেছেন: সোনাগাজী অবশ্যই বিতর্কিত ব্লগার। আপনি উহার fan তাই বুঝেও বুঝেন না।

২| ০৬ ই জুন, ২০২৫ সকাল ১১:০৯

ফেনিক্স বলেছেন:



গত জুন মাসে লন্ডন, আমেরিকা, আরব দেশ ও পাকিস্তান থেকে কয়েক হাজার শিবির দেশে ফিরে এসেছিলো; এদের বড় অংশ ২/৩ বছর আগে দেশ ত্যাগ করেছিলো; এরা প্রবাসে পাকিদের অধীনে ট্রেনিং নিয়ে ছিলো ক্যু'তে অংশ নেয়ার জন্য।

০৬ ই জুন, ২০২৫ সকাল ১১:২৯

সৈয়দ কুতুব বলেছেন: লন্ডনে তারেক রহমান- ড. ইউনূস সাক্ষাত হওয়ার সম্ভাবনা আছে। কি ভাবে দেখছেন?

৩| ০৬ ই জুন, ২০২৫ সকাল ১১:১১

রাসেল বলেছেন: অধ্যাপক ড. ইউনূসের শাসনব্যবস্থা এবং ব্যক্তিগত ব্যবসায়িক লেনদেন নিয়ে বিতর্ক থাকা স্বাভাবিক। যা অন্যান্যদের ক্ষেত্রেও হয়ে থাকে। আমাদের বিবেচনা করা উচিত; সমালোচনা করতে হবে গড়ার জন্য, ভাঙার জন্য নয়। ক্ষুদ্র জ্ঞানে উনার এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমার পর্যবেক্ষণ-

০১। গ্রামীণ ব্যাংক পরিচালনা সমাজ কল্যানমুলক না।
০২। রাজনৈতিক দলগুলো অসহযোগিতামূলক আচরণ করিতেছে।
০৩। সরকারি বিভিন্ন সংস্থা অসহযোগিতামূলক আচরণ করিতেছে। বিচার বিভাগ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যথাযথ ভূমিকা রাখিতেছে না। এক্ষেত্রে বর্তমান সরকারের যেমন ভূমিকা রয়েছে, তেমনিভাবে রাজনৈতিক দলগুলোর পা চাটা সরকারী উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরূপ আচরণ মুখ্য ভূমিকা রাখিতেছে।
০৪। বর্তমান বিশ্ব লেনদেনে বিশ্বাসী, কেউ কাউকে বিনা লাভে ভালোবাসে না। একথা ড. ইউনূস, আওয়ামী লীগ, বিএনপি তথা সকল ক্ষেত্রেই সত্য।
০৫। অবশ্যই আমি বিশ্বাসী, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে। আমরা অতীতে সকল রাজনৈতিক দলের কার্যক্রম দেখেছি, তাই ভবিষ্যতে তারা কি করবে খুব সহজেই অনুমান করা যায়।
০৬। যে দেশের রাজনীতিবিদ, নীতিনির্ধারক, দেশপ্রেমিকরা মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেম নিয়ে মারামারি, কাটাকাটি, তর্কযুদ্ধ করে না; তারা কি দেশের মঙ্গল করে না? এই ধরনের নাটকের প্রয়োজন নেই।

এমতাবস্থায় আমাদের মন্দের ভালো নির্ধারণ করতে হবে এবং সঠিক বিকল্প বেছে নিতে হবে।

০৬ ই জুন, ২০২৫ সকাল ১১:৩০

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের কোনো দল কলঙ্ক মুক্ত নয়। এনসিপি কোনো নতুন বন্দোবস্তের রাজনীতি করছে না। বাঙালির নতুন দল দরকার।

৪| ০৬ ই জুন, ২০২৫ দুপুর ১২:০১

শূন্য সারমর্ম বলেছেন:


এসব তুচ্ছ ঘটনা কোনো প্রভাবকই নয়!

০৬ ই জুন, ২০২৫ দুপুর ১২:১১

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কাছে তুচ্ছ হতে পারে। কিন্তু ছাত্র-জনতার রাস্তায় নামার ক্ষেত্রে এসব ঘটনাকে অনুঘটক হিসাবে কাজ করেছে।

৫| ০৬ ই জুন, ২০২৫ দুপুর ১২:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি যুক্তরাজ্যে আছি। রাজা চার্লস পাম দেয়ার জন্য নিজের নামে যে পুরস্কার চালু করেছেন উহা নোবেল পুরস্কার হবে না।
বানকি মুনের পর তিনি উহা ইউনুছ সাহেবকে দিচ্ছেন।

তিনিও তার দলবল নিয়ে লন্ডন আসবেন।
অনেক আনন্দ মনে।

০৬ ই জুন, ২০২৫ দুপুর ১:২৫

সৈয়দ কুতুব বলেছেন: তারেকের সাথে মিটিং করবেন?

৬| ০৬ ই জুন, ২০২৫ দুপুর ১:০৫

আধুনিক চিন্তাবিদ বলেছেন: এইসব টুকরো টুকরো ঘটনা-ই আন্দোলনের প্রাথমিক জ্বালানি হিসেবে কাজ করেছে।

০৬ ই জুন, ২০২৫ দুপুর ১:২৫

সৈয়দ কুতুব বলেছেন: একদম তাই। ধন্যবাদ।

৭| ০৬ ই জুন, ২০২৫ বিকাল ৪:২১

ঢাবিয়ান বলেছেন: আপনি আসল ঘটনাটাই বাদ দিয়েছেন। ২০২৪ সালের ৫ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক ২০১৮ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণা করে। । হাইকোর্টের এই রায় এর প্রতিবাদ করে সেদিনই প্রথম আখতার, নাহিদদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় পরবর্তীতে যা বৈষম্যবিরোধী আন্দোলনে রুপান্তরিত হয়।

০৬ ই জুন, ২০২৫ বিকাল ৪:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: এটা নিয়ে লিখবো সিরিজ। ধন্যবাদ। ঈদের পরে আন্দোলন বেশি জোরদার হয়।

৮| ১১ ই জুন, ২০২৫ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: হীরাকে কাঁচের টুকরা ভাববেন না।

১১ ই জুন, ২০২৫ দুপুর ১২:০৪

সৈয়দ কুতুব বলেছেন: হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.