নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুয়েল তাজিম

জুয়েল তাজিম

অলস হবেন, তো হতাশা পাবেন। শুরু করুন,শেষ হবেই। সামনে এগোতে থাকুন, পথ কমবেই।

জুয়েল তাজিম › বিস্তারিত পোস্টঃ

একটাই তো জীবন

০২ রা জুন, ২০১৭ দুপুর ১২:২০




একটাই তো জীবন, তা যেভাবে খুশি সেভাবে সাজাও উপভোগ কর। এই সুত্র যারা বিশ্বাস করে তারা কেউ কেউ সাফল্য লাভ করে জীবনের প্রায় ক্ষেত্রে, আবার অনেকে যা খুশি তাই করে সমাজের আস্থাকুড়ে যায়।

প্রতিটা দিন কারো স্বপ্ন ভাঙে কারো গড়ে এটাই নিয়ম ।হয়তো ভেঙে যাওয়া স্বপ্ন গুলোর রেখে জাওয়া রঙ দিয়েই সে স্বপ্ন গুলো পূর্ণতা পায়, বিবর্ণ স্বপ্নের রেখে যাওয়া পূর্ণতার আকাঙ্খাই হয়তো গড়ে দেয় পূর্ণতা পাওয়া কোন স্বপ্নের। কারো সম্পর্কে খারাপধারনা পোষণ করে পরে অনুতপ্ত হওয়ার চেয়ে ভালো ধারনা পোষণ করে অনুতপ্ত হওয়া শ্রেয়। এতে মানসিক শান্তি থাকে, নিজের কাছে শুদ্ধ থাকা যায়।

কাছের মানুষদের বিশ্বাস করে কেউ ঠকে না, অহেতুক সন্দেহ প্রকাশ কিংবা মনে মনে সন্দেহ করা নিজের মানসিক প্রশান্তির জন্য ক্ষতিকর। সেই সাথে কাছের মানুষদের ছোট ছোট অনুভূতিগুলোকে মূল্যায়ন করলে এবং নিজের অনুভূতিগুলো শেয়ার করলে বন্ধন যেমন মজবুত হয়, তেমনি মানসিক প্রশান্তি বৃদ্ধি পায়। যারা বুদ্ধিমান তারা নিজের ভুল বুঝতে পারে এবং তা শুধরিয়ে নেয়, কিন্তু বোকারা অন্যের ভুল ধরতে ও খুঁজতে ব্যস্ত থাকে। এবং নিজের ভুল ধরা পড়লে প্রতিবাদ আর হৈ চৈ করে সময় নষ্ট করে।।

কেউ বলে জীবন তো একটাই মৌজ-মাস্তি কইরা লও ।
কেউ বলে- জীবন তো একটাই ঈমান-আমাল বানায়া লও

জীবন তো একটাই বলে অনেক গুণীজন , শিক্ষক বা মনিষীদের কাছে অনেক কথাই শুনেছি, সারসংক্ষেপ দাঁড়ায় একি...।।

দেখি কি কি মনে আছে...।।

সবচেয়ে স্বার্থপর শব্দ হল – আমি,
এটাকে এড়িয়ে যাই।

সবচেয়ে সন্তুষ্টিপূর্ণ শব্দ হল – আমরা,
এটাকে ব্যবহার করি।

সবচেয়ে বিষাক্ত শব্দ হল – অহংকার,
এটাকে মেরে ফেলি।

সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ হল – ভালোবাসা,
এটাকে সম্মান দেই।

সবচেয়ে আনন্দদায়ক শব্দ হল – হাসি,
এটাকে ধরে রাখি।

সবচেয়ে দ্রুততম ব্যাপ্তিশীল শব্দ হল – গুঁজব,
এটাকে উপেক্ষা করি।

সবচেয়ে পরিশ্রমী শব্দ হল – সাফল্য,
এটাকে অর্জন করি।

সবচেয়ে বাঞ্ছনীয় শব্দ হল – ঈর্ষা,
এটা থেকে দূরে থাকি।

সবচেয়ে ক্ষমতাশালী শব্দ হল – জ্ঞান,
এটাকে অর্জন করি।

সবচেয়ে অপরিহার্য শব্দ হল – আত্মবিশ্বাস,
এটাতে বিশ্বাস রাখি।

তুলনা করা হচ্ছে নিজের সাফল্যকে বিচার করার শ্রেষ্ঠ উপায়,তবে তুলনাটা অন্যের সাথে নিজের তুলনা নয়,তুলনাটা নিজের গতকালের সাথে আজকের,নিজের অতীতের সাথে বর্তমানের।

তাই,অন্যের সাথে নিজের তুলনা করে শুধুশুধু মানসিক চাপ বাড়াবেন না,সব সময় চেষ্টা করুন নিজের সর্বোচ্চ সাফল্যকেও ছাড়িয়ে যাওয়ার।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:০৯

করুণাধারা বলেছেন: তাই,অন্যের সাথে নিজের তুলনা করে শুধুশুধু মানসিক চাপ বাড়াবেন না,সব সময় চেষ্টা করুন নিজের সর্বোচ্চ সাফল্যকেও ছাড়িয়ে যাওয়ার। ভাল বলেছেন।

২| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:২৬

নাগরিক কবি বলেছেন: সবচেয়ে বিষাক্ত শব্দ হল – অহংকার,
এটাকে মেরে ফেলি।

সুন্দর পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.