নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুয়েল তাজিম

জুয়েল তাজিম

অলস হবেন, তো হতাশা পাবেন। শুরু করুন,শেষ হবেই। সামনে এগোতে থাকুন, পথ কমবেই।

জুয়েল তাজিম › বিস্তারিত পোস্টঃ

কিংবদন্তিদের প্রশংসায় টাইগাররা

১০ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৬




সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর ব্যাটে যে রূপকথার জন্ম কার্ডিফে, সেটি মুখে মুখে ফিরবে বহুকাল। শুধু বাংলাদেশের মানুষের মুখে মুখে না, ঘুরবে বিশ্ব ক্রিকেটের প্রতি অলিতে গলিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফিকে অবিশ্বাস্য এক জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। আর তাদের এই জয়ের পর বিশ্ব ক্রিকেটের বর্তমান-সাবেক বহু কিংবদন্তি প্রশংসার জোয়ারে ভাসিয়ে চলেছেন বাংলাদেশকে।
শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ক্যারিয়ারের শুরু থেকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। এখন বিপিএলে খেলেন। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য তার অনেক। সেই সাঙ্গাকারা বাংলাদেশের ৫ উইকেটের বিস্ময়কর জয় দেখে টুইট করেছেন, 'টাইগারদের অসাধারণ চেষ্টার ফল। সাকিব আর মাহমুদউল্লাহ দারুণ ব্যাট করলো। অসাধারণ লড়াই ও স্পিরিট।'





পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিরও বাংলাদেশের বিপক্ষে পরাজিত দলে থাকার অভিজ্ঞতা হয়েছে খেলোয়াড়ি জীবনে। সেই তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের এমন অসাধারণ খেলা দেখে চোখ ফেরাতে পারেননি। খেলার শেষটা দেখেই আফ্রিদির টুইট, 'অসাধারণ রান তাড়া বাংলাদেশের। বিস্ময়কর ফেরা ও সাকিব-মাহমুদউল্লাহর পার্টনারশিপ! আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ জীবন্ত রইলো।'
ফিরে আসার গল্প যদি বলেন একে তাহলে ইংল্যান্ডের মাইকেল ভন বুঝি এটাকেই এগিয়ে রাখবেন অনেক খেলার আগে। ৩৩ রানে ৪ উইকেট নেই। এরপর সাকিব-মাহমুদউল্লাহর ২২৪ রানের জুটি পঞ্চম উইকেটে। যেটি ক্রিকেট ফোকলোরে জায়গা করে নেবে অনায়াসে। সাকিব ১১৪ রান করে জয়ের দরজায় গিয়ে আউট। ১০২ রানে অপরাজিত থেকে মাহমুদউল্লাহ জয়ের উৎসব করতে করতে ফেরেন। আর এসব দেখে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভনের টুইট, 'এর চেয়ে ভালো ওডিআই পার্টনারশিপ দেখেছি বলে মনে করতে পারছি না। জিততেই হবে এমন ম্যাচে ৩৩ রানে ৪ উইকেট নেই, বল সুইং করছে...আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি#সর্বকালের সেরা।'
ক্যারিবিয়ান গ্রেট ইয়ান বিশপ ছিলেন মাঠেই। ধারাভাষ্যকার দলে। ম্যাচশেষে সাক্ষাৎকার পর্বটাও করেছেন তিনি। তারপরও সব কাজ শেষ করে কতোটা বিস্ময়ে অভিভূত মন নিয়ে ফিরেছেন তা স্পষ্ট বিশপের টুইটে, '৩৩ রানে ৪ উইকেট থেকে এটা এক কথায় বাংলাদেশের অবিশ্বাস্য কাণ্ড।' নিউজিল্যান্ডেরই সাবেক অল-রাউন্ডার স্কট স্টাইরিসও বাংলাদেশকে করেছেন কুর্নিশ, 'অভিবাদন টাইগাররা'।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৭ সকাল ১১:০২

শাকিল১২৩৪ বলেছেন: ইতিহাস সাক্ষি থাকবে যুগযুগ।

২| ১০ ই জুন, ২০১৭ সকাল ১১:০৪

মোস্তফা সোহেল বলেছেন: টাইগারদের অভিন্দন।

৩| ১০ ই জুন, ২০১৭ সকাল ১১:২০

কল্পদ্রুম বলেছেন: ও ডি আই ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ ছিলো এটা।এখন যদি সেমিফেইনালে উঠতে পারি!ব্রিটিশদের উপরই ভরসা করতে হচ্ছে।

৪| ১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ইতিহাস হয়ে থাকুক টাইগারদের গতকালকের ম্যাচ জয়।

আমরা একদিন বিশ্বকাপ ঘরে তুলবো, সেদিন মনে হয় বেশি দূরে নয়!!!

অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন টাইগার বাহিনী।
বাংলার জয় হবেই হবে .......

৫| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: টাইগারদের অভিন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.