![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইশরাকের মেয়র হওয়ার এই লড়াই ন্যায়ের লড়াই নয়, ক্ষমতার লড়াই।
গত নির্বাচনের কারচুপি স্পষ্ট, আদালতের রায় প্রশ্নবিদ্ধ, আর নগরবাসীর নামে হল্লাবাজি— সব মিলিয়ে এক অন্ধকার নাটক। যেখানে বিচার ব্যবস্থা ক্ষমতার ইশারায় নাচে, সেখানে ন্যায়বিচারের আশা করা বোকামি।
ইশরাকের উচিত ছিল এই ভুয়া ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা, না কি এর সুযোগ নেওয়া। যোগ্য নেতা হলে নৈতিকতা বড় কথা, ক্ষমতার মোহ নয়। ঢাকার মানুষ চায় স্বচ্ছতা, চায় ন্যায্যতা— এই ছ্যাবলামি নয়।
২| ১৯ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:০৭
সৈয়দ কুতুব বলেছেন: এদিকে টাকা খেয়ে যে উত্তর ও দক্ষিণ সিটিতে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে সেটার কি হবে? দক্ষিণ সিটির প্রশাসক কে আবার ওয়াসার এমডি করা হয়েছে। উত্তর সিটির প্রশাসক হিজবুত তাহরীর কাম জাপার সাপোর্টার ! আসিফ মাহমুদ কত টাকা খেয়ে এসব লোকদের নিয়োগ দিয়েছে ?
১৯ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
জুয়েল তাজিম বলেছেন: আসিফ মাহমুদ পুরা জুলাই স্প্রিড ধ্বংস করে দিয়েছে
৩| ১৯ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:০৭
সৈয়দ কুতুব বলেছেন: এদিকে টাকা খেয়ে যে উত্তর ও দক্ষিণ সিটিতে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে সেটার কি হবে? দক্ষিণ সিটির প্রশাসক কে আবার ওয়াসার এমডি করা হয়েছে। উত্তর সিটির প্রশাসক হিজবুত তাহরীর কাম জাপার সাপোর্টার ! আসিফ মাহমুদ কত টাকা খেয়ে এসব লোকদের নিয়োগ দিয়েছে ?
৪| ১৯ শে মে, ২০২৫ রাত ৮:১৪
শিশির খান ১৪ বলেছেন: তখন বলছে নির্বাচন সুষ্ঠ হয় নাই কারচুপি হয়েছে এখন নিজেই সেই অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হতে চায় ।নগর ভবনে ৫৬ টা তলা লাগিয়ে দেশের জনগণকে জিম্মি করে মেয়র হতে হবে উনার ।যখন তাপস অবৈধ ভাবে গায়ের জোরে খাটিয়ে মেয়র পদ দখল করলো তখন এই সব চামচা গুলা কোথায় ছিলো তখন তো মিউ মিউ করতো এখন একেবারে বাঘ হওয়া গেছে ।জমিদারি প্রথা আর কতো অনেক তো হইলো এই বার ক্ষমা করেন আমাদের
৫| ১৯ শে মে, ২০২৫ রাত ১০:৩৭
অপু তানভীর বলেছেন: আওয়ামী আমলে সকল নির্বাচন ছিল অবৈধ । কেবল মাত্র ইশরাক সাহেবের মেয়র নির্বাচনটা একেবারে সঠিক এবং বৈধ ছিল।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০২৫ বিকাল ৩:৪১
সামিউল ইসলাম বাবু বলেছেন: ক্ষমতার লড়াই। এলড়ায়ে হেরেগেলে লস হবে বেশি।