নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুয়েল তাজিম

জুয়েল তাজিম

অলস হবেন, তো হতাশা পাবেন। শুরু করুন,শেষ হবেই। সামনে এগোতে থাকুন, পথ কমবেই।

জুয়েল তাজিম › বিস্তারিত পোস্টঃ

অনলাইন প্রলোভনের ফাঁদে তরুণ সমাজ: নৈতিকতা ও আইন সচেতনতায় জরুরি উদ্যোগ দরকার

২০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫২


ইন্টারনেটের উন্মুক্ত দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন সুযোগের সঙ্গে তৈরি হচ্ছে নতুন বিপদও। সাম্প্রতিক সময়ে আলোচিত এক বাংলাদেশি দম্পতির পর্নোগ্রাফি তৈরি ও প্রচারের অভিযোগে গ্রেফতার হওয়া সেই বাস্তবতারই ভয়াবহ প্রতিফলন। দেশের আইন অমান্য করে তারা বিদেশি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট আপলোড করছিলেন— যা শুধু একটি অপরাধ নয়, বরং সমাজের নৈতিক কাঠামোতে গভীর ক্ষত তৈরি করছে।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, যে কোনো ধরনের পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ ও প্রচার দণ্ডনীয় অপরাধ। তবু প্রযুক্তির সুবিধা ও অর্থের প্রলোভনে তরুণদের একাংশ এই নিষিদ্ধ জগতে প্রবেশ করছে। তাদের মধ্যে কেউ কেউ ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই অশালীনতা ছড়িয়ে দিচ্ছে।

চিন্তার বিষয় হলো— শুধু তারা নিজেরাই এই অপরাধে জড়াচ্ছেন না, বরং অন্য তরুণদেরও যুক্ত হতে প্ররোচিত করছেন। “অর্থ উপার্জনের সুযোগ পান” বা “নতুন ক্রিয়েটর যুক্ত করুন”— এমন বার্তা দিয়ে তরুণদের মানসিক দুর্বলতাকে কাজে লাগানো হচ্ছে। এর মাধ্যমে দেশে বসেই গড়ে উঠছে এক ভয়ংকর নেটওয়ার্ক, যা সামাজিক অবক্ষয় ও অপরাধপ্রবণতা বাড়িয়ে তুলছে।

এই পরিস্থিতি মোকাবেলায় দরকার সচেতনতা, শিক্ষা ও আইনের কঠোর প্রয়োগ। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে তরুণ প্রজন্মকে নৈতিকভাবে দৃঢ় করে গড়ে তুলতে। ইন্টারনেট হতে পারে জ্ঞান ও সৃজনশীলতার অসীম ভাণ্ডার— যদি তা সঠিক পথে ব্যবহার করা যায়। সময় এসেছে, প্রলোভনের ফাঁদ নয়, সচেতনতার আলোয় নিজেদের ভবিষ্যৎ গড়ার।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৬

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনার নিজের আয়ের উৎস কি?

২| ২০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৭

জেনারেশন একাত্তর বলেছেন:



ইয়াবা বিক্রেতা তরুণদের আপনি কিভাবে সৎ পথে আনবেন? কোন কোন সরকারী কর্মকর্তা ও ব্লগার আপনার সাথে আছে?

৩| ২০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি এই লেখাটি কোন পত্রিকায় পাঠাতে পারেন।
আমাদের সামুতে আগে পর্ন এটাক হয়েছে।
কিন্তু, সামু'র কোন ব্লগার এটার সাথে জড়িত নন।

৪| ২০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনি এতসব গুরুত্বপুর্ণ বিষয়ে লেখেন, বেশীরভাগ ব্লগার আপনার লেখাকে মুল্যায়ন করে না কেন?

২০ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:০৭

জুয়েল তাজিম বলেছেন: আমি লেখি মুল্যায়নের জন্য নয়, নিজের তৃপ্তির জন্য। লেখা আমার কাছে ভাবনার খোরাক আর আত্মার প্রশান্তি। কেউ পড়লে ভালো লাগে, না পড়লেও কষ্ট পাই না। কারণ আমি লিখি প্রকাশের আনন্দে, প্রশংসার আশায় নয়।

৫| ২০ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:২৫

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনার লেখার মাঝে দরকারী কোন তথ্য নেই। আপনার ভালো লাগছে, ইহাই বড় বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.